প্রবীর মুখার্জি, সাংবাদিকঃ মেষ রাশি — কর্মস্থলে অনুকূল পরিবেশ। সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রশংসা জুটতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা। তবে এখনই কোনও বড় ধরনের ঝুঁকি নেওয়া উচিত হবে না। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। দূরের কোনও আত্মীয় বা বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে।
বৃষ রাশি — কর্মস্থলে পরিকল্পনা করে কাজ করুন। মাথা ঠাণ্ডা রেখে প্রয়োজনীয় কাজ শেষ করুন। সাফল্য আসবেই। অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন। ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ এখনই নয়। ধৈর্য ধরে সময়ের অপেক্ষায় থাকুন। প্রতারণা থেকে সাবধানে থাকবেন।
মিথুন রাশি — কর্মস্থলে অনুকূল পরিবেশ থাকলেও সহকর্মীদের মধ্যে থেকেই গোপনে কেউ শত্রুতা করতে পারে। চোখ-কান খোলা রাখুন। নিজের প্রয়োজনীয় কাজ মাথা ঠাণ্ডা রেখে শেষ করতে পারবেন। ব্যবসায় শ্রী বৃদ্ধির যোগ রয়েছে। বিনিয়োগে বাধা নেই। তবে প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন।
কর্কট রাশি — কর্মস্থলে চাপ থাকবে। গোপন শত্রুতাও অসম্ভব নয়। তবে কোনও কিছু না ভেবে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। মাথা ঠাণ্ডা রাখুন। কারোর প্ররোচনায় পা না দেওয়াই ভালো। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকবেন। ব্যবসায় ঝুঁকি নেওয়া আজ উচিত হবে না। সময়ের জন্য ধৈর্য ধরুন।
সিংহ রাশি — কর্মস্থলে প্রয়োজনীয় কাজ শেষ করতে পারবেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। তবে মাথা ঠাণ্ডা রাখুন। অযথা বিতর্কে না জড়ানোই ভালো। ব্যবসায় বিনিয়োগের উপযুক্ত সময়। লাভের সম্ভাবনা প্রবল। লেনদেনে সতর্ক থাকবেন।
কন্যা রাশি –- আপনার কোমল স্বভাবের জন্য সহকর্মীরা আপনাকে একদিকে যেমন শ্রদ্ধা করেন, অপরদিকে আপনার পিছনে শত্রুতা করতেও পিছপা হন না। নিজের আত্মবিশ্বাসের উপর ভর করে কাজ করে যান। সাফল্য আসবেই। ব্যবসায় বাধা নেই। লেনদেনে সতর্ক থাকবেন। লাভের অঙ্ক খারাপ নয়। দূরের কোনও বন্ধু বা আত্মীয়র সঙ্গে যোগাযোগ হতে পারে।
তুলা রাশি — আপনার আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনার পরিকল্পনার বাস্তবিক রূপ দেখে কর্তৃপক্ষ মুগ্ধ হবে। দায়িত্ব ও সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। বিদেশে চাকরির যোগ। ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা। জমি-বাড়ি ব্যবসায় বিশেষ সাফল্যের যোগ।
বৃশ্চিক রাশি — কর্মস্থলে কাজের চাপ থাকবে। দায়িত্ব ও প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা। কর্তৃপক্ষের সুনজরে আসবেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। দারুন একটা সুযোগ আসতে পারে আজ। সদ্ব্যবহার করুন। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। বিনিয়োগের উপযুক্ত সময়। এই সময়টাকে উপভোগ করুন।
ধনু রাশি — আপনার কর্মদক্ষতা বিশেষ প্রশংসিত হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আজ শেষ করতে পারবেন। পদোন্নতির যোগ রয়েছে। বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় বাধা নেই। তবে ঝুঁকিপূর্ণ কোনও সিদ্ধান্ত আজ এড়িয়ে চলাই ভালো। অপরিচিতদের টাকা ধার দেবেন না।
মকর রাশি — কর্মস্থলে পরিকল্পনা করে এগিয়ে চলুন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্তৃপক্ষের প্রশংসা জুটতে পারে। ব্যবসায় বাধা নেই । বড় ধরনের বিনিয়োগের আগে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। দীর্ঘদিনের আটকে থাকা পাওনা আজ পেতে পারেন। প্রতারণা থেকে সাবধান।
কুম্ভ রাশি – কর্মস্থলে কাজের চাপ থাকলেও মাথা ঠাণ্ডা রেখে প্রয়োজনীয় কাজ শেষ করুন। সাফল্য আসবেই। দূরে কোথাও বদলি হতে পারেন। বিদেশেও বদলি অসম্ভব নয়। ভালো চাকরির সুযোগ আসতে পারে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ব্যবসায় আয়ের সুযোগ ভালোই। লেনদেনে সতর্ক থাকবেন।
মীন রাশি — আপনার আত্মবিশ্বাসই আপনার গোপন শক্তি। সেই শক্তিতেই ভর করে আপনার সাফল্য আসবে। কর্মস্থলে সুনাম বৃদ্ধি। কর্তৃপক্ষের সুনজরে আসতে পারেন। পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উন্নতির যোগ প্রবল। সামাজিক সম্মান বৃদ্ধির যোগ। অপ্রত্যাশিত কোনও সংবাদে উৎফুল্ল থাকবেন আজ।