ঋক পুরকায়স্থ, সাংবাদিক: কলকাতার বুকে অনুষ্ঠিত হলো স্টারলাইট অনন্য সম্মান অ্যাওয়ার্ড। বিনোদন জগত থেকে শুরু করে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব একই মঞ্চে উপস্থিত সকলেই। অনুষ্ঠানের সূচনা হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের পাঠানো বার্তার মাধ্যমে।
এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা টলিউড অভিনেত্রী পায়েল সরকার। সমাজের বিভিন্ন স্তরের এমন কিছু প্রতিভা হাতের খুঁজে নিয়ে এসেছেন তারা যারা অধিকাংশ ক্ষেত্রেই লোকোচক্ষুর আড়ালে থেকে যায়। আর সেই সমস্ত ব্যক্তিত্বদের উৎসাহ দেওয়ার মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল স্টারলাইট অনন্য সম্মান।
অভিনেত্রী পায়েল সরকারের এই ভাবনাকে সাধুবাদ জানিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা। মমতা শঙ্কর, গৌতম ঘোষ, অনামিকা সাহা, ঋষি কৌশিক, সোমা ব্যানার্জি, সুমিত গাঙ্গুলী, নয়না গাঙ্গুলী, তৃনা সাহা, অন্বেষা হাজরা সহ প্রমূখ ব্যক্তিত্বরা। এছাড়াও বিধায়ক তথা অভিনেতা শোভন চক্রবর্তী তরফ থেকেও এসেছিল শুভেচ্ছা বার্তা।
আরও পড়ুন : তৃণমূল নেতাদের বাধায় ৬ বছর স্কুলেই ঢুকতে পারেননি সহকারী প্রধান শিক্ষক।