প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের সার্বিক অগ্রগতির রূপরেখা অনুযায়ী শিক্ষার্থীদের দেওয়া হবে হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড। ২০২৫ সাল থেকে এই পড়ুয়ারা হাতে পাবেন এই রিপোর্ট কার্ডটি।
নাজিয়া রহমান, সাংবাদিক প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের সার্বিক অগ্রগতির রূপরেখা অনুযায়ী শিক্ষার্থীদের দেওয়া হবে হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড। তবে এই রিপোর্ট কার্ড কোন শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীদের দেওয়া হবে তা নিয়ে শিক্ষা দপ্তরের কোন নির্দেশিকা না আসায় চিন্তায় পড়েন শিক্ষক শিক্ষিকারা। অবশেষে মিটল বিভ্রান্তি। কবে থেকে রিপোর্ট কার্ড চালু হবে তা জানিয়ে দিল শিক্ষা দফতর। শিক্ষা দফতরের নয়া নির্দেশিকায় বিভ্রান্তি দূর হল শিক্ষক-শিক্ষিকাদের।
এবার থেকে আর শ্রেণিভিত্তিক নয় প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত একটি রিপোর্ট কার্ডে উল্লেখ থাকবে একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব এবং লাইফ স্কিল বিকাশের সার্বিক মূল্যায়ন। ২০২৫ সাল থেকে চালু হবে এই নতুন ধরণের রিপোর্ট কার্ডটি। এমনই নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর। পুস্তিকা আকারে হবে রিপোর্ট কার্ডটি। যেখানে শিক্ষার্থীদের নাম, ঠিকানা, আধার নম্বর, রক্তের গ্রুপ-সহ নানা তথ্য উল্লিখিত থাকবে। অর্থাৎ সেখানে যেমন একদিকে জ্ঞান অর্জন সম্পর্কে সবিস্তার তথ্য থাকবে, তেমনি একই সঙ্গে সংশ্লিষ্ট পড়ুয়া ব্যক্তিগত ও সামাজিক ভাবে কী ভাবে নিজেকে তুলে ধরছে, তা-ও উল্লেখ করা হবে। অর্থাৎ এই রিপোর্ট কার্ড ছাত্র-ছাত্রীদের বিকাশে ও অগ্রগতির জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মত শিক্ষকমহলের একাংশে।
এই নয়া রিপোর্ট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের শুধুমাত্র একাডেমিক সাফল্যের ভিত্তিতে মূল্যায়ন করা হবে না। শিক্ষার্থীদের মূল্যায়নের অন্যান্য দিকগুলির উপরও দৃষ্টি নিবদ্ধ করা হবে। এটি শিক্ষার্থীদের স্ব-মূল্যায়ন করার সুযোগও দেবে বলেইমত শিক্ষকমহলের। তবে ২০২৪ না হয়ে ২০২৫ সাল থেকে এই রিপোর্ট কার্ডটি চালু হাওয়ায় খুশি শিক্ষক- শিক্ষিকারা।
আরও পড়ুন : তিহাড়েই ঠিকানা কেজরি, কবিতা, সিসৌদিয়ার