Date : 2024-04-30

যুদ্ধের অভিমুখ ঘোরাবে চিনুক…

ওয়েব ডেস্ক: এবার ভারতীয় বায়ুসেনার হাতে নয়া অস্ত্র।

ভারতে এসে পৌঁছল চারটি হেভি লিফট হেলিকপ্টার “চিনুক”।

আকাশপথে একধিক ভূমিকার পাশাপাশি দুর্গম স্থানে সামরিক সরঞ্জাম নিমেষে পৌঁছে দেবে চিনুক।

সোমবার সকালে চণ্ডীগড় বায়ুসেনা ঘাঁটির ১২ নং শাখায় এসে পৌঁছায় প্রথম দফার চারটি চিনুক কপ্টার।

সূত্রের খবর, নতুন এই কপ্টারগুলি আসার ফলে রাশিয়ার মি-১৭, মি-১৬ এবং মি-৩৫ হেলিকপ্টারের ব্যবহার বন্ধ করে দেবে বায়ুসেনা।

এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া জানিয়েছেন, একে একে মোট ১৫টি চিনুক ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হবে।

অনেকের বসার জায়গা থেকে বিপুল অস্ত্র পরিবহণের ক্ষমতা পাশাপাশি দুর্গম স্থানে রাস্তা নির্মানের জন্য প্রয়োজনীয় ভারী কারগো নির্মানেও পারদর্শী চিনুক।

বায়ুসেনার দাবি রাফালের মতো যুদ্ধের গতিপ্রকৃতি ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে চিনুকের।

শুধুমাত্র দিনের বেলায় নয়, রাতেও সমান কর্মদক্ষতা রয়েছে এই নয়া বিমানগুলির।

চিন ও পাকিস্তান সীমান্তে দেশের নিরাপত্তার কাজে এই কপ্টার বিশেষ ভূমিকা পালন করবে এমনই দাবি বি এস ধানোয়ার।