নাজিয়া রহমান, সাংবাদিক: উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ করার পদ্ধতিতে এবার বিরাট বদল। বদল আনলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কাগজে কলমে আর কোন কাজ নয় বা রিজিওনাল অফিসে গিয়েও কাজ করতে হবে না স্কুলগুলিকে।এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত সেন্টার সেক্রেটারি, জয়েন্ট কনভেনরদের তালিকার বিস্তারিত আপডেট স্কুলগুলিকে সংসদের পোর্টালেই করতে হবে বলে জানিয়েছে সংসদ। ধাপে ধাপে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কাউন্সিল নমিনি, ডিএসসি মেম্বার-সহ সকলের তালিকাই অনলাইন ব্যবস্থাপনায় নিয়ে আসা হবে বলে জানা গেছে। এখন প্রশ্ন কি ভাবে এই কাজ সম্পন্ন হবে। জানা গেছে সংশ্লিষ্ট পোর্টালের ইউজ়ার আইডি-পাসওয়ার্ড দেওয়া হবে জয়েন্ট কনভেনর এবং জেলা পরিদর্শককে (ডিআই)। জয়েন্ট কনভেনর প্রথমে সম্পূর্ণ তালিকা সুপারভাইজ় করে ডিআই-কে দেবেন। ডিআই তা পুনরায় পর্যালোচনা করে কাউন্সিলের কাছে অনলাইনে নথিভুক্ত করবেন। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ত্রুটিমুক্ত করতে অনলাইন পদ্ধতির বিশেষ জোর দিয়েছে সংসদ। ২০২৫ সালের পরীক্ষা পদ্ধতি নির্ভুল ও তাড়াতাড়ি করতে ধাপে ধাপে অনলাইন প্রক্রিয়ার উপর জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই অনলাইনে প্রশ্নপত্রের নম্বর তোলা থেকে রেজিস্ট্রেশন, সমস্তটাই অনলাইনে করার পথে হেঁটেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বার ২০২৫ উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়ন্ত্রণ এবং তালিকা ত্রুটিমুক্ত করার জন্য অনলাইন পদ্ধতির পথে হাঁটছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদেরএই পদক্ষেপ কে স্বাগত জানিয়েছেন শিক্ষা মহলের অনেকেই। এই পদ্ধতি অবলম্বনের ফলে পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রে গতি আসবে বলেও মনে করছেন তাঁরা।