সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে সরব জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। এত অভিযোগ সামনে এসেছে অভয়াকাণ্ডের পরে, তারপরেও দোষীদের আড়াল করা হচ্ছে, এমনই অভিযোগ চিকিৎসক সংগঠনের।
ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের দূর্নীতি নিয়ে ফের সরব জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। প্রেস ক্লাবে আয়োজন করা হল সাংবাদিক সম্মেলনের। যেখানে চিকিৎসক পুন্যব্রত গুইন বললেন —
তিলোত্তমা কান্ডে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত বলে অভিযোগ সামনে এসেছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের নাম।
৯ আগস্ট যুদ্ধকালীন ততপরতায় উদ্দেশ্য পূর্ণ মিটিংয়ের পর চারমাস পুরো চুপ ছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। ডিসেম্বরে আবার সেই কাউন্সিল সভা হবে বলে জানা যাচ্ছে। সম্ভবত ২বা ৩ তারিখ মিটিং হতে পারে
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের অভিযোগ এবং ভয় এই সভা থেকে হয়তো আবার দোষীদের আড়াল করার নীল নক্সা শুরু হবে। জেপিডির প্রশ্ন
তাদের লাগাতার চাপে রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর সরকারি নথির মাধ্যমে স্বীকার করতে বাধ্য হয়েছে বর্তমান রেজিস্ট্রারের নিয়োগ ২০১৯ সাল থেকে অবৈধ তাহলে তার ডাকা সভার আইনে বৈধতা আদৌ সম্ভব?
অবৈধ ভাবে পদ আটকে থাকা রেজিস্ট্রারের সই করা মডার্ন মেডিসিন প্র্যাক্টিসের অধিকার দেওয়ার সার্টিফিকেট বৈধ হওয়া সম্ভব?
কাউন্সিলের বেশ কিছু সদস্য যেমন অভীক বিরুপাক্ষ যাদের নাম সহ বিভিন্ন থ্রেট কালচার সহ বিভিন্ন অভিযোগের সঙ্গে জড়িয়েছে তারা নাকি এই মিটিংয়ের মাধ্যমে আবারো পুন প্রতিষ্ঠিত হতে চলেছে এর পাশাপাশি সন্দীপ ঘোষ তার রেজিষ্ট্রেশন ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে নাগরিক সমাজ কি এটা আদৌ মেনে নেবে প্রশ্ন তুলছেন চিকিৎসকরা।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস প্রশ্ন তুলছেন বর্তমান কাউন্সিলের সভাপতি ইতিমধ্যেই ইডি সিবিআইয়ের স্ক্যানারে তাহলে তার এভাবে পদে থাকা সমাজের কাছে কি বার্তা যাচ্ছে?