Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সল্টলেকের অফিসে দেখা করলেন দিলীপ ঘোষ।
  • টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০। সামার ক্যাম্পের নিখোঁজ ২৭ জন পড়ুয়ার মৃত্যুর কথা নিশ্চিত করেছে প্রশাসন।
  • SSC-র বিজ্ঞপ্তিতে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য ও পর্ষদ।
  • ৮ই জুলাই রাজ্যজুড়ে পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ। 
  • গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মালদার লক্ষ্মীপুর বাজারপাড়া। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতে।
  • চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের নবান্ন অভিযান বঙ্কিম সেতুর নীচে আটকে দেয় পুলিশ।
  • পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি। অগ্নিগর্ভ হয়ে ওঠে ডালখোলা।
  • কুমারগঞ্জে নিখোঁজ নাবালিকা খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত।
  • আনন্দপুরে অভিজাত আবাসনের সামনে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য।
  • ব্যবসায়ী তথা বিজেপি নেতা গোপাল খেমকা খুনে গ্রেফতার মাস্টারমাইন্ড।
  • এসএসসি নিয়োগে ফের জটিলতা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশকে চ্যালেঞ্জ।
  • বুধবার ভারত বনধের ডাক একাধিক ট্রেড ইউনিয়নের। ব্যাহত হতে পারে ব্যাঙ্কিং পরিষেবা।
  • ‘ফুল চোর’ অপবাদে আত্মঘাতী মহিলা। গ্রেফতার সিভিক ভলান্টিয়ারের বৌদি।
  • কাঁকুড়গাছি, পাতিপুকুর আন্ডারপাস, পার্ক স্ট্রিটেও জল জমে।
  • বিবি গাঙ্গুলি স্ট্রিট, মুক্তারাম বাবু স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, কলেজ স্ট্রিট, নর্থ পোর্ট থানা এলাকায় জল জমে যায়।
  • টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক জায়গা।
  • ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি শহর জুড়ে। নিম্নচাপের জেরে দিনভর বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
  • কু-কথা কাণ্ডে বীরভূমের পুলিশ সুপারকে তলব। তলবের নির্দেশ খারিজের আবেদন হাইকোর্টে।
  • আহতের মৃত্যু ঘিরে উত্তেজনা আরজি করে। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ।
  • চাকরিহারা শিক্ষাকর্মীদের নবান্ন অভিযানে সজাগ পুলিশ।
  • মথুরাপুরে পঞ্চায়েতে পালাবদল। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠনের পথে তৃণমূল।
  • পশ্চিম মেদিনীপুরে মাছ-বোঝাই ভ্যান এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।
  • তামিলনাড়ুতে চলন্ত ট্রেনের সঙ্গে স্কুল বাসের ধাক্কা। একাধিক পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা।
  • পাটনার ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকা খুনে পুলিশ এনকাউন্টারে মৃত্যু অভিযুক্তের।
  • New Date 2025-7-9
  • New Time 01:22:07 AM
অপেক্ষার অবসান। আগামি অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন দীঘার জগন্নাথ ধামের

11
December 2024

অপেক্ষার অবসান। আগামি অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন দীঘার জগন্নাথ ধামের

দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনের দিন ঠিক হয়ে গেলো। বুধবার সৈকত শহরে নব নির্মিত জগন্নাথদেবের মন্দির পরিদর্শনে এসে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- ২০১৮ সালে দীঘার কনভেনশন সেন্টার উদ্বোধন করতে এসে দীঘা স্টেশনের পাশে একটা বেশ বড় খালি জমি দেখতে পান মুখ্যমন্ত্রী। খোঁজ নিয়ে জানতে পারেন জমিটি সরকারি। ওই জমিতে কিছু একটা করার কথা ভাবেন তিনি। তখনই তাঁর মাথায় আসে পুরীর জগন্নাথদেবের মন্দিরের মতো এখানেও যদি একটা মন্দির করা যায় তাহলে ভালোই হয়। যেমন ভাবা, তেমন কাজ। ২০১৯ সালের অক্ষয় তৃতীয়ায় শিলান্যাস করা হয়। বাজেট ধরা হয়। শুরু হয় অপেক্ষা।

২০১৯ এর পর কেঁটে গিয়েছে পাঁচ পাঁচটি বছর। এর মধ্যে দুটো বছর অবশ্য নষ্ট হয়েছে কোভিড এর কারণে। ২০২২ থেকে ফের পুরো দমে কাজ শুরু হয়। বুধবার মুখ্যমন্ত্রী জানালেন ২০২৫ এর ৩০ এপ্রিল দীঘার এই জগন্নাথ ধামের শুভ উদ্বোধন করা হবে। তিনি তো থাকবেনই, পাশাপাশি সমাজের বিশিষ্টজনদের ও আমন্ত্রণ জানানো হবে উদ্বোধনের দিন। এদিন মুখ্যসচিব মনোজ পন্থ, ডিজি রাজীব কুমার, জেলাশাসক পূর্ণেন্দু মাজি, ইস্কন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, নির্মান কারি সংস্থা হিডকোর প্রতিনিধিদের নিয়ে মন্দির চত্বরেই একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে শেষে তিনি জানান, “আগামি তিন মাসের মধ্যে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপর হিডকো মন্দিরটি রাজ্য সরকারের হাতে দিয়ে দেবে। এর মধ্যেই ১৫ থেকে ২০ সদস্যের একটি অছি পরিষদ গঠন করে ফেলা হবে। অছি পরিষদে তিনি থাকবেন না জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ভলান্টারিলি এটা করলাম। অছি পরিষদে আমি থাকবো না। মুখ্যসচিব, জেলাশাসক, ইস্কনের প্রতিনিধি সহ সনাতন ধর্মের প্রতিনিধিরা থাকবেন। এই মন্দিরের পরিচালনার সব কাজ এই অছি পরিষদ‌ই দেখবে।” তিনি আরও বলেন, পুরীর মন্দিরের সঙ্গে কোনো তুলনা করবো না। ওই মন্দির রাজ রাজারা তৈরি করেছেন। আর এটা আমরা সরকারি টাকায় তৈরি করছি। কয়েকটি কাজ বাকি রয়েছে, সেটাও সেরে ফেলা হবে। পুরীর জগন্নাথদেবের মন্দিরের অন্যতম আকর্ষণ নিত্য দিনের ধ্বজারোহন। সেই প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের কাছে আবেদন করবো যাতে এই ধ্বজারোহনের কাজে যারা পারদর্শী এমন দুই একজনকে যদি আমাদের দেন।” মুখ্যমন্ত্রীর মতে এই মন্দিরে পুজো শুরু হয়ে গেলে অবশ্যই এখানকার আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে। পাশাপাশি রেল‌ওয়ে কর্তৃপক্ষ নিশ্চয়ই তাদের পরিষেবা বাড়াবে। মুখ্যমন্ত্রীর আশা আগামি কয়েক হাজার বছর ধরে এই মন্দির চিরস্থায়ী হয়ে থাকবে। শেষে একটাই কথা বলা যায়, বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর শুরু হয়ে গেলো নতুন কাউন্ট ডাউন, এবার অবশ্য মন্দিরের শুভ উদ্বোধনের।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics