Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • মে মাসের দ্বিতীয় সপ্তাহে ভারত সফরে আসবেন ইরানের বিদেশমন্ত্রী। পহেলগাঁও আবহে ভারত সফর পিঁছিয়ে যায় আব্বাস আরাঘচির। 
  • পাকিস্তান সফরে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দেন তিনি।
  • মুর্শিদাবাদ পৌঁছালেন মুখ্যমন্ত্রী। ডুমুরজলায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘মুর্শিদাবাদে আমি আগেই যেতে পারতাম। কিন্তু আমি চাইছিলাম পরিস্থিতি শান্ত হোক।’ মঙ্গলবার সুতি, ধুলিয়ান যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ডিফেন্স সেক্রেটারির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। পহেলগাম আবহে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
  • নরেন্দ্র মোদীকে ফোন করে পহেলগাম ঘটনার নিন্দা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা রাশিয়ার।
  • পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত এয়ার ফ্রান্স, লুফথানসার মতো বিমানসংস্থাগুলির। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার কারণে এই সিদ্ধান্ত। জানানো হয়েছে এয়ার ফ্রান্সের তরফে।
  • আবারও গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাস। আইনজীবী হত্যা মামলায় গ্রেফতারির নির্দেশ চট্টগ্রাম আদালতের। শোন অ্যারেস্টের নির্দেশ বিচারপতির।
  • বাগনান জয়পুরে বাইক দুর্ঘটনা। মৃত ৩। নিহতদের মধ্যে দু’জন এ বছর মাধ্যমিক উত্তীর্ণ।
  • জম্মু কাশ্মীরের পুঞ্চে উদ্ধার বিপুল পরিমাণ IED। স্টিলের টিফিন বক্সে রাখা ছিল বিস্ফোরক গুলি।
  • New Date 2025-5-6
  • New Time 06:21:40 AM
শিকার উৎসবে বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা বন দফতরের

28
March 2019

শিকার উৎসবে বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা বন দফতরের

পশ্চিম মেদিনীপুর: একসময় জীবন জীবিকার প্রয়োজনে শিকারের পথ বেছে নিয়েছিলেন জঙ্গল মহলের আদিবাসীরা।

প্রাথমিকভাবে খিদে মেটাতে এবং পরবর্তীকালে মৃত পশুর চামড়া ও অন্যান্য পদার্থ থেকে জীবিকা অর্জনের পথ বেছে নেন ঝাড়গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

সময় বদলেছে, ঝাড়গ্রাম অঞ্চলে পৌঁছেছে জল, খাদ্যদ্রব্য সামগ্রী, উন্নতি হয়েছে চাষ-আবাদেরও, ফলে শিকার ছেড়ে উন্নত গ্রামীন জীবন যাপন করছেন জঙ্গলমহলের মানুষ।

প্রাচীন রীতি মেনে আজও তাই শিকার উৎসব পালন করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের আদিবাসী মানুষ।

তাই বছরের বিশেষ তিনদিন দল বেঁধে পার্শ্ববর্তী জঙ্গলে শিকারে যান আদিবাসীরা।

হাতে তির-ধনুক, লাঠি, বল্লম, সহ ধারালো অস্ত্র নিয়ে আদিবাসীরা শুয়োর, সাপ, ইঁদুর, খরগোশ শিকার করে নিয়ে আসেন।

শিকার করা পশুর মাংস রান্না করে দল বেঁধে চলে খাওয়া দাওয়া।

বছরে এই তিনদিনের উৎসবের মধ্যে দিয়ে নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখেন আদিবাসীরা।

বৃহস্পতিবার লালগড়, পীড়াকাটা এলাকায় শতাধিক আদিবাসী মানুষ সশস্ত্র অবস্থায় জমায়েত হয়।

কিন্তু তাদের শিকারের শুরুতেই বুঝিয়ে বাড়ি ফেরায় বন দফতর।

পশ্চিম মেদিনীপুরের বিভাগীয় বনাধিকারিক রবীন্দ্রনাথ সাহা জানান, এই উৎসবকে কেন্দ্র করে ঝাড়গ্রামের জঙ্গলে অসংখ্য পশু নিধন করে আদিবাসীরা।

জঙ্গলমহলের বাস্তুতন্ত্রের উপর খারাপ প্রভাব পড়ে এই শিকার উৎসবের ফলে।

শুধু পশ্চিম মেদিনীপুরের আদিবাসীরা নয়, বরং পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা, ঝড়খন্ড থেকেও অসংখ্য আদিবাসী মানুষ আসেন শিকার উৎসবে যোগ দিতে।

বনদফতরের তরফে পার্শ্ববর্তী অঞ্চল থেকে মানুষ আসা বন্ধ করা সম্ভব হয়েছে।

জেলা বন দফতর আধিকারিক রবীন্দ্রনাথ সাহা জানান, শিকার উৎসব পালনের বদলে বন্য সংরক্ষণে সচেতনতা বাড়াতে হবে আদিবাসী মানুষদের মধ্যে।

তবেই সম্পূর্ণভাবে বন সম্পদ রক্ষা করা সম্ভব হবে।

এই ধরনের উৎসব পালনের বদলে বন্যপ্রাণ সংরক্ষণের উৎসবে তাদের উৎসাহিত করতে হবে।

প্রসঙ্গত গত বছর এই সময় আদিবাসীদের শিকারের ফলে মারা গিয়েছিল একটি রয়্যাল বেঙ্গল টাইগার।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election