২০২১ এ ১৬ টার মধ্যে ৯ টা আসন জিতেছিলো তৃণমূল কংগ্রেস। ২০২৬ এ অন্ততঃ ১২ টা আসন জিততে হবে। শনিবার ভার্চুয়াল বৈঠকে শুভেন্দু অধিকারীর জেলা নিয়ে নিজের টার্গেট জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- ২০২১ এর বিধানসভা নির্বাচনে শুধু সারা রাজ্য নয়, সারা দেশের নজর ছিলো পূর্ব মেদিনীপুর জেলার দিকে। আসলে নজর ছিলো এই জেলার ‘নন্দীগ্রাম’ বিধানসভা কেন্দ্রে যেখানে লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর একসময়ের সহযোগী শুভেন্দু অধিকারী। ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ক্ষত এই চারবছর ধরে বয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। যে ক্ষতে প্রলেপ দিতে পারে ২০২৬ এ শুধুমাত্র নন্দীগ্রামের জয় নয়, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় আরও ভালো ফল। শনিবার যেন সেই লক্ষই ঠিক করে দিলেন অভিষেক।
এদিনের বৈঠকে অভিষেক ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “পূর্ব মেদিনীপুর জেলায় নিজেদের ঝগড়ায় হেরেছি। কাঁথি অল্প ব্যবধানে হেরেছি। সর্বশক্তি দিয়ে ঝাঁপালে কাঁথি জিততাম।” এবারের টার্গেট ঠিক করে দিয়ে তিনি যোগ করেন, “গতবার (২০২১) ১৬ আসনের মধ্যে ৯ টা জিতেছিলাম, এবার যত খারাপ হোক, ১২ টা আসন জিততেই হবে।” এই ১২ টা আসনের মধ্যে যে ‘নন্দীগ্রাম’ রয়েছে সেটা না বললেও চলে। এদিকে নিজের দলের নেতাদের সতর্ক করে দিয়ে অভিষেক বলেন, “ভোটের দু’দিন আগে আমাদের ছেলেদের এনআইএ(NIA), সিবিআই(CBI) ডেকে পাঠিয়ে গ্রেফতার করে। আমি পূর্ব মেদিনীপুরের নেতাদের বলছি ভয় পাবেন না। সতর্ক থাকুন। এত ভয়ের কি আছে ? এজেন্সি,বাহিনী সবার বিরুদ্ধে আমাদের লড়তে হবে।” লোকসভায় বিজেপির জেতা দুই সাংসদ বাংলার স্বার্থে এই ১০ মাসে লোকসভায় কি ভূমিকা পালন করেছেন, সেই প্রশ্ন জেলার মানুষের কাছে নিয়ে যেতে হবে বলেও জানান অভিষেক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপির প্রতি আক্রমণ শানিয়ে বলেন, “গণতান্ত্রিকভাবে এদের বিবস্ত্র করে এদের স্বরূপ উন্মোচন করতে হবে।”