দীর্ঘ ৯ মাসের অপেক্ষার অবসান। প্রায় ২৮৬ দিন পর অবশেষে ঘরে ফিরছেন সুনীতারা। ভারতীয় সময় মঙ্গলবার থেকে বুধবারের ঠিক মাঝে, ১৯ মার্চ ভোররাত ৩টে ২৭ মিনিটে পৃথিবীর মাটি ছোঁবেন সুনীতারা।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: ৮ দিনের অভিযান গড়িয়েছে ৯ মাসে। লাগাতার চিন্তা আশঙ্কার প্রায় শেষ লগ্নে গোটা ভারত এবং নাসা। মহাশূন্যে দীর্ঘ বন্দিদশা কাটিয়ে এলন মাস্কের পাঠানো ফ্যালকন নাইন রকেটে সুনীতা এবং বুচ মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে পাড়ি দিলেন পৃথিবীর পথে। তার আগে চার নভোচরের হাতে তুলে দিয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের সমস্ত কাজের দায়িত্ব।
সোমবার সকাল থেকেই গোটা অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার করছে নাসা। আগেই আইএসএসে সুষ্ঠু ভাবে যানটির ডকিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। মঙ্গলবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ আন ডকিং প্রক্রিয়া শেষ হয়। অর্থাৎ, সুনীতাদের নিয়ে আইএসএস থেকে বিচ্ছিন্ন হয় মহাকাশযানটি।
নাসা জানিয়েছে নিয়ম মেনে বিশেষ ‘স্প্ল্যাশডাউন’ পদ্ধতিতে তাদের নামানো হবে আমেরিকার ফ্লোরিডা উপকূলে। সুনীতাদের নিয়ে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল স্প্ল্যাশডাউন পদ্ধতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে । স্প্ল্যাশডাউনের সময় নিরাপদ অবতরণের জন্য ক্যাপসুলটিতে থাকবে ২টি প্যারাসুট। এই প্যারাসুটে চেপে ফ্লোরিডা উপকূলের কাছে গাল্ফ অফ মেক্সিকোতে নামবেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর । ফ্লোরিডার আবহাওয়া ও সমুদ্রের পরিস্থিতির উপর নজর রেখেছে নাসা ।