দলনেত্রীর মনোভাব আঁচ করে ঢোক গিললেন হুমায়ূন কবীর। শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে হাজির হয়ে জানিয়ে দিলেন দল যা বলবে সেই মতোই চলবেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো মন্তব্য আর করবেন না।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য কে হাতিয়ার করে গত কয়েকদিন ধরে একের পর এক মন্তব্য করে গিয়েছেন হুমায়ূন কবীর। শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়া থেকে শুরু করে এমনকি তিনি এটাও বলেন যে তাঁর কাছে দলের থেকেও বড় তাঁর জাতি সত্তা। হুমায়ূন এর এইসব মন্তব্যে দল অস্বস্তিতে পড়ে। দলনেত্রীর নির্দেশে শোকজ করা হয় যার জবাব হুমায়ূন কবীর দিলেও সেই জবাবে সন্তুষ্ট হয় নি পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি।
শৃঙ্খলারক্ষা কমিটির তলবে মঙ্গলবার দুপুরে বিধানসভায় পরিষদীয় মন্ত্রীর ঘরে সশরীরে হাজির হন হুমায়ূন কবীর। সেখানে নিজের স্বপক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষে তাঁকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় দল করতে গেলে দলের নীতি আদর্শ মেনে চলতে হবে। সংবিধান মেনে চলতে হবে। তাঁর (ব্যক্তিগত) কোনো বিষয়ে রাগ হতেই পারে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কাজ তিনি করতে পারবেন না বা বক্তব্য রাখতে পারবেন না। যদি কিছু বলার থাকে তাহলে দলের অভ্যন্তরে নির্দিষ্ট জায়গায় সেটা জানাতেই পারেন, কিন্তু বাইরে কোনো মন্তব্য করা যাবে না। বৈঠক শেষে হুমায়ূন কবীর জানান, ” আজকের বৈঠক খুব ভালো হয়েছে। দল তাঁকে যে নির্দেশ দেবে তিনি সেই মতোই চলবেন। তিনি দলের নীতি আদর্শের পরিপন্থী কোনো কাজ করবেন না।”
চার মাসের মধ্যে দ্বিতীয় বার শোকজের মুখে পড়ে দ্বিতীয় বার ক্ষমা চেয়ে পার পেলেও আগামি দিনে দল যে হুমায়ূন কবীরের উপর কড়া নজর রাখবে তা বলাই যায়।