চলতি সপ্তাহেই রেহাই মিলবে ভ্যাপসা গরমের হাত থেকে। রাজ্যে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
নাজিয়া রহমান, সাংবাদিক: এপ্রিল -মে মাস আসতে এখনও বাকি। মার্চেই গরমে নাজেহাল হতে হচ্ছে বঙ্গবাসীকে। কোনও কোনও জেলায় তাপমাত্রা পৌঁছে গেছে ৪০ডিগ্রির দোর গোড়ায়। তবে এই ভ্যাপসা গরমে স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত কলকাতা-সহ একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের মতে, ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
২০ ও ২১ মার্চ যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেগুলি হল হুগলি, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এই জেলাগুলিতে প্রায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানা গেছে। অন্যদিকে ২২মার্চও বেশ কয়েকটি জেলাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া । এই জেলাগুলি ছাড়াও ওই দিন দুই চব্বিশ পরগনা ও মেদিনীপুরে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকেই কলকাতাতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন সকাল থেকেই মেঘলা আকাশ ছিল কলকাতায়। ২১-২২ মার্চ কলকাতার জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি কললাতায় ঝড়ো হাওয়া বইতে পারে ৩০-৪০কিলোমিটার বেগে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ ঝড়ো হাওয়ার জন্য সমুদ্র উত্তাল থাকতে পারে।