ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক: ১৮তম IPL ভারতীয় ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনসে হচ্ছে আইপিএলের উদ্বোধন। সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালও দিশা পাটানিদের জমকালো পারফরম্যান্স। কলকাতা নাইট রাইডার্স ম্যাচে কলকাতার অতিরিক্ত পাওনাই থাকে শাহরুখ দর্শন। এক কথায় ক্রিকেটের মহারণ।
২০২৪ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার তাই এবার উদ্বোধনী অনুষ্ঠান হবে কেকেআরের ঘরের মাঠ ভারতীয় ক্রিকেটের নন্দনকাননে।শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক সেলিব্রিটিই আসতে শুরু করেছেন তিলোত্তমায়।
উদ্বোধনী ম্যাচেগোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শাহরুখ খান। শুক্রবার রাতেই কলকাতায় চলে এসেছেন শাহরুখ।কলকাতা বিমানবন্দরে কিং খান পা রাখতেই ভক্তদের চিৎকার শুরু হয়। ভক্তদের দিকে ফ্লাইং কিস দেন।
সকাল থেকে আকাশের মুখ ভার, ভারতীয় সময় সন্ধ্যা ৬.১০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়া খানিকটা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিসিসিআইয়ের কর্তাদের। তবে ম্যাচ শুরু হওয়ার আগে ৪৫ মিনিটের একটা শো হবে। নাচ গানের সঙ্গে হবে লেজার শো-ও। CAB পক্ষ থেকে দর্শকদের বিশেষ ব্যান্ড ও চশমা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানের সময় স্টেডিয়ামের আলো শুধু জ্বলবে, বাতিস্তম্ভের আলো নেভানো থাকবে বলে জানিয়েছেন সিএবি (CAB) কর্তা স্নেহাশীষ গাঙ্গুলী।
এটা একটা হাইপ্রোফাইল ম্যাচ। কেকেআর শেষ মরশুমের চ্যাম্পিয়ন দল। আরসিবি দলে বিরাট কোহলি আছেন। ম্য়াচের আগে দারুন একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে। শাহরুখ খান নিজে সেটা সঞ্চালনা করবে। দর্শকদের বিশেষ একটা ব্যান্ড ও চশমা দেওয়া হবে। অনেক চমক থাকছে। খালি আবহাওয়াটা যেন ভালো থাকে।
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগেই আলিপুর আবহাওয়া দপ্তর কেমন কোন খুশির খবর শোনাতে পারেনি। তাই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে যেমন বিসিসিআই এবং অবশ্যই ক্রিকেট ভক্তদের। এত পরিকল্পনা ভেস্তে যাবে না তো? তবুও আশায় বুক বেঁধেছে প্রকৃতির সহায় হবে।