সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- নতুন অর্থবর্ষ থেকে দেশজুড়ে বৃদ্ধি পেল জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়ের টোল ট্যাক্স। চলতি মাস থেকে জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে যানবাহন চালাতে গেলে দিতে হবে বাড়তি টাকা। টোলের চার্জ ৪-৫ শতাংশ বাড়ালো জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বা (National Highways Authority of India)।
প্রতি অর্থবর্ষের প্রথম দিন থেকে জাতীয় সড়কের টোল ট্যাক্সের পরিমাণ বাড়ানো হয়, সেইমতো বাড়ল টোলের খরচ। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ সারা দেশের সব জাতীয় মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ে বিশেষে ভিন্নভাবে টোলের খরচ বৃদ্ধির হার বিজ্ঞপ্তি আকারে জারি করেছে। ভারতের জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের অধীনে ৮৫৫টি টোল প্লাজা রয়েছে। ২০০৮ সালে জাতীয় মহাসড়ক টোল ট্যাক্সের নিয়ম মেনে খরচের তারতম্য করে। প্রায় ৬৭৫টি টোল প্লাজার খরচ চালায় সরকার। বাকি ১৮০টি বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হয়। সংশোধিত টোল ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দেওয়ার কারণে দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, দিল্লি-জয়পুর হাইওয়েসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যাত্রীদের বাড়তি টাকা গুনতে হবে।
টোল প্লাজাগুলির রক্ষণাবেক্ষণ, মুদ্রাস্ফীতিসহ একাধিক কারণের জন্য চলতি অর্থবর্ষে খরচের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মতামত জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের। অন্যদিকে টোল ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে পণ্য ও যাত্রী পরিবহণের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন। কেন্দ্রীয় সরকারকে তাঁরা চিঠি দিলেও লাভ হয়নি বলে অভিযোগ। টোলের খরচ বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে। টোলের খরচ বাড়ার জন্য বাসসহ অন্যান্য গাড়ির ভাড়াও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।