ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ওয়াকফ সংশোধনী আইন কার্যকর করা নিয়ে তাঁর অবস্থানের কথা স্পষ্ট করলেন।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- এ মাসের প্রথম সপ্তাহে প্রথমে ৩ তারিখ লোকসভা ও তারপর ৪ তারিখ রাজ্যসভায় পাশ হয় ওয়াকফ (সংশোধনী) বিল’২০২৫। তারপর রুলস ফ্রেম করার পর বর্তমানে সারা দেশেই তা আইনে পর্যবসিত হয়েছে। দেশজুড়ে এই ওয়াকফ সংশোধনী আইন বলবৎ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় এই আইনের বিরুদ্ধে পথে নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে এই বিক্ষোভ কে কেন্দ্র করে তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পুলিশের লাঠিচার্জ, পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই আইন নিয়ে সংখ্যালঘুদের ক্ষোভ প্রশমনে এবার সরাসরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “বাংলায় কোনো ডিভাইড এন্ড রুল চলবে না।”
বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠান (নবকার মহামন্ত্র দিবস) ছিলো। সেখানেই বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, “আপনার সম্পত্তি কেড়ে নেওয়ার কোনো অধিকার যেমন আমার নেই। তেমনি আমার সম্পত্তিও কেড়ে নেওয়ার অধিকার আপনাদের নেই।” এরপরই সরাসরি সংখ্যালঘুদের উদ্দেশ্য করে তিনি বলেন, “সংখ্যালঘুদের বলছি, ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্র যে পদক্ষেপ নিয়েছে তাতে আপনাদের মনে দুঃখ হয়েছে, সেটা আমি বুঝি। তবে বাংলায় এসব কিছুই হবে না। আপনারা ভরসা রাখুন, দিদি আপনাদের সঙ্গে রয়েছে। শুধু আপনাদের নয় আপনাদের সম্পত্তিও দিদি রক্ষা করবে।” কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয় বলে উল্লেখ করে সংখ্যালঘুদের সতর্ক থাকার কথা বলে তিনি বলেন, “কেউ উস্কানিতে পা দেবেন না।” এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমার লক্ষ্য জোড়া, আমার লক্ষ্য ভাঙা নয়। আপনারা সবাই একসাথে বাঁচার কথা বলুন। একতার জন্য লড়াই করুন। একতা রক্ষা করাই আমাদের দায়িত্ব।”