শুক্রবার সকাল সকাল রাজস্থানের জয়পুরে নামতে দেখা গেছে আমেরিকা বিমান বাহিনীর (USAF) একটি বিমানকে। শোনা যাচ্ছে ভারতের মাটিতে নেমেছে ইজরায়েলি সেনার ও একটি বিমান। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। তবে কি পহেলগাঁও এ জঙ্গি হানার পাল্টা দিতে ভারতের সঙ্গেই একসঙ্গে জঙ্গি নিকেশে নামতে চলেছে আমেরিকা ও ইজরায়েল ?
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- মঙ্গলবার কাশ্মীরের বৈসরন ভ্যালিতে নৃশংস জঙ্গি হানার পাল্টা দেওয়া শুরু করেছে ভারত। শুধু কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক ই নয়, ইতিমধ্যে পুরো কাশ্মীর ভ্যালি জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। পাশাপাশি এই জঙ্গি হানার ঘটনায় স্থানীয় যে দুই জঙ্গির নাম সামনে এসেছে, সূত্রের খবর, শুক্রবার তাদের একজনের বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। আরেকজনের বাড়িতে গত রাতে তল্লাশি চালাতে গেলে বাড়ির ভিতর থাকা বিষ্ফোরক ফেটে বাড়িটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। একদিকে যখন সেনা বাহিনীর তৎপরতা বেড়েছে ঠিক তখনই খবর পাওয়া যায় যে রাজস্থানের জয়পুরে আমেরিকার বিমান বাহিনীর একটি বিমান অবতরণ করেছে। পাশাপাশি ইজরায়েলি সেনার একটি বিমানও নাকি অবতরণ করেছে ভারতের মাটিতে। এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতেও। তবে কি এবার সত্যিই ভারতের সঙ্গে একযোগে জঙ্গিদের বিরুদ্ধে হামলা চালাতে চলেছে আমেরিকা ও ইজরায়েল ?
দুই ভিন দেশের সামরিক বিমানের ভারতে অবতরনের বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে মুখ খোলেনি কেউ ই। ইজরায়েলি বিমান আদৌ ভারতের মাটিতে নেমেছে, এই সত্যতা এখনও সঠিক বলে জানা যায় নি, তবে আমেরিকান বায়ু সেনার বিমান রাজস্থানের জয়পুরের মাটিতে অবতরণ করেছে, এটা সত্যি। ছবিতেই সেই সত্যতার প্রমাণ পাওয়া গিয়েছে। তবে আমেরিকান বায়ু সেনার বিমান কোনো যৌথ অপারেশন এর জন্য আসেনি বলেই খবর।
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স সপরিবারে চার দিনের ভারত সফরে এসেছিলেন। ইতিমধ্যেই তিনি ফেরত গিয়েছেন। জানা গিয়েছে লজিস্টিক পারপাসেই আমেরিকার বায়ু সেনার বিমান জয়পুরে নেমেছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এর ব্যবহৃত লিম্যুজিন ও কার্গো গাড়ি আমেরিকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যেই এই অবতরণ। প্রসঙ্গত, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার জয়পুর থেকেই দেশের বিমান ধরেছেন জে ডি ভান্স।