৬৭ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাদ্রাসা শিক্ষা পর্ষদের ফল। সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিক ফল ঘোষণার পর বেলা ১২টা থেকে অনলাইনে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।
নাজিয়া রহমান, সাংবাদিক- প্রকাশিত হতে চলেছে মাদ্রাসা শিক্ষা পর্ষদের ফল। ২মে চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ।
মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিনই প্রকাশিত হবে মাদ্রাসার ফল। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের তরফে ৩ মে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল ঘোষণা দিন করা হবে বলে জানানো হয়। ৩ মে শনিবার সকাল সাড়ে ১০টায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিস থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করা হবে। চলতি বছর ১০ ফেব্রুয়ারি থেকে থেকে মাদ্রাসার পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত । হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৫,১১০ জন। এর মধ্যে হাই মাদ্রাসায় ৪৭,৩৭৬, আলিম পরীক্ষায় ১২,৫০৩ এবং ফাজিল পরীক্ষায় ৫,১২৫ জন পরীক্ষার্থী। মোট ২০ জেলা মিলিয়ে ২০৬টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হয়েছে। উল্লেখ্য, ২০২৪-এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬২,২৬৪ জন। গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। মধ্যশিক্ষা পর্ষদের মতই পরীক্ষাকে ঘিরে কড়া ব্যবস্থা গ্রহন করেছিল মাদ্রাসা বোর্ড। মধ্যশিক্ষা পর্ষদের মতই পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থী ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করতে গিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সব পরীক্ষায় বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এমন কি সংশ্লিষ্ট পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলেও ঘোষণা করা হয়। ৩মে সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশের পর পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল অনলাইনে বেলা ১২টা থেকে জানাতে পারবে। পরীক্ষার্থীরা পর্ষদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখে নিতে পারবেন জানিয়েছে বোর্ড । এ ছাড়াও ৩ মে থেকেই উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস, বহরমপুর বিতরণ কেন্দ্র (মুর্শিদাবাদ), নদিয়া ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা, দার্জিলিং-এর সামসিয়া হাই মাদ্রাসা, কোচবিহারের সুকতাবারি এক্রামিয়া হাই মাদ্রাসা, পূর্ব মেদিনীপুরের পরমহংসপুর বরকাতিয়া হাই মাদ্রাসা, পশ্চিম বর্ধমানের এস এম আই হাই মাদ্রাসা,পূর্ব বর্ধমানের বর্ধমান হাই মাদ্রাসা, বাঁকুড়ার কেঁথারডাঙ্গা হাই মাদ্রাসা এবং বীরভূমের হামিদিয়া হাই মাদ্রাসার বিতরণ কেন্দ্র থেকে সরাসরি মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন স্কুল কর্তৃপক্ষ বলেই দফতর থেকে জানানো হয়েছে।