সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- প্যান কার্ড হল সেই নথি যা বর্তমানে সর্বজন গৃহীত নথিগুলির মধ্যে অন্যতম। এটি এখন বাধ্যতামূলক হয়ে গেছে। যেকোনও আর্থিক বা সম্পত্তিগত লেনদেনে দেশের মধ্যে এই নথি বাধ্যতামূলক হয়েছে। তবে মূল্যবান এই নথি যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন? জেনে নিন এই নথি হারানোর পর কি ভাবে তা পুনরায় উদ্ধার করবেন। আয়কর বিভাগ নতুন প্যান কার্ড পাওয়ার নিয়ম আরও সহজ করেছে। তবে যদি প্যান কার্ড হারিয়ে যায় তাহলে তাৎক্ষণিকভাবে কয়েকটি পদক্ষেপ নেওয়া দরকার। তা না হলে হারিয়ে যাওয়া কার্ডের অপব্যবহার হতে পারে। জেনে নেওয়া যাক প্যান কার্ড হারিয়ে গেলে কী করণীয়:
প্যান কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে, যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় থানায় ডায়েরি করা বাধ্যতামূলক। কারণ হারিয়ে গেলে বা চুরি হলে তা যেকোনও উপায়ে অপব্যবহার হতে পারে।
হারিয়ে যাওয়া প্যান কার্ডের নম্বর মনে না থাকলে যা করতে হবে, তা হল- আয়কর বিভাগের ওয়েবসাইটে “Know Your Pan” অপশনে গিয়ে উক্ত সুবিধা পাওয়া যেতে পারে। তার জন্য নাম, জন্ম তারিখ এবং বাবার নাম লিখে প্যান নম্বর পাওয়া যাবে।
এবার দেখা যাক নতুন প্যান কার্ড কী করতে হবে:
ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য ৫০ টাকা খরচ হবে।
নতুন প্যান কার্ড পাওয়ার জন্য প্রথমে NSDL- এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html-এ যেতে হবে।
উক্ত ওয়েবসাইটে যাওয়ার আগে প্যান কার্ড নম্বর ও আধার কার্ড নম্বর জানা জরুরী।
এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য অর্থাৎ আধার ও প্যান কার্ড নম্বর, জন্ম তারিখ, ক্যাপচা কোডসহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর সাবমিট অপশনে গিয়ে সমস্তটা সাবমিট করতে হবে। এরপর ঠিকানা ও পিন কোড সঠিকভাবে দিতে হবে। ঠিকানা নিশ্চিত করার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) পাঠানো হবে, যা দেওয়ার পরে পেমেন্ট করতে হবে। শেষ পর্যন্ত একটি রিসিভ কপি দেওয়া হবে যার মাধ্যমে নতুন প্যান কার্ড ট্র্যাক করা যাবে।