নিজস্ব প্রতিনিধি- গত ২১শে এপ্রিল, ২০২৫ কলকাতা জ্ঞান মঞ্চে অনুষ্ঠিত হল চিদাম্বরম নৃত্যশালা পরিচালিত নৃত্য উৎসব আট্টম পরম্পরা। সংস্থার ডিরেক্টর রুপালী দাশগুপ্ত এবং আর্টিষ্টিক ডিরেক্টর ঋতম্ভরা রায়ের সুচারু শিক্ষন পদ্ধতিতে সংস্থার নৃত্যশিল্পীরা পরিবেশন করেন দুটি প্রোডাকসান – ব্রহ্মান্ড পুরান অবলম্বনে ‘একদন্তম্’ এবং সুকুমার রায়ের আবোল তাবোল অবলম্বনে ‘তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম’। ভারত নাট্টম নৃত্যাঙ্গিক আধরিত দুটি প্রোডাকশনের শৈল্পিক গুনগত মান ছিল প্রশংসনীয়। বিষয়বস্তুর অভিনবত্ব, নৃত্য ভাবনার বিশিষ্টতা, নৃত্যশিল্পীদের পরিশীলিত উপস্থাপনা দর্শক মনকে এক নতুন ভাবনায় ভাবিত করে। বাসুদেবের ভূমিকায় ঋতম্ভরা এবং পার্বতীর ভূমিকায় রুপালীর নৃত্য অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয়। অতিথি আসন অলংকৃত করেন ডঃ পুষ্পিতা মুখার্জী, পদ্মা রায় বর্ধন, প্রফেসর রাহুল দেব মণ্ডল এবং সোমনাথ কুট্টি, সর্বোপরি নীলাঞ্জন দাশগুপ্ত, কাকলী কুণ্ডু, এবং জয়িতা ব্যানার্জীর সঞ্চালনায় আট্টম পরম্পরা শৈল্পিক পরিপুর্নতা লাভ করে।