ভারত-পাক সীমান্তে নতুন করে উত্তেজনা। রাজস্থানের লাইন অফ কন্ট্রোল পেরিয়ে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের হাতে আটক পাকিস্তান রেঞ্জার্স বাহিনীর এক সদস্য। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে চলে এসেছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই বিএসএফের হাতে ধরা পড়েন তিনি।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- টানা কয়েকদিন ধরেই যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গুলি চালিয়ে চলেছে পাকিস্তান। এরই মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা। রাজস্থানের লাইন অফ কন্ট্রোল পেরিয়ে আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের হাতে আটক পাকিস্তান রেঞ্জার্স বাহিনীর এক সদস্য। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে চলে এসেছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই বিএসএফের হাতে ধরা পড়েন তিনি। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিএসএফ। দিন কয়েক আগেই গত ২৩শে এপ্রিল পহেলগাঁও কাণ্ডের ঠিক পরের দিন পঞ্জাবের ফিরোজপুর সীমান্তে কর্তব্যরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন বিএসএফ-এর ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। ডিউটিরত অবস্থায় হঠাৎ শরীর খারাপ লাগায় একটি গেছে নিচে বিশ্রাম করছিলেন। সেই এলাকাটি পাকিস্তানের পঞ্জাব প্রদেশ ছিল। তৎক্ষণাৎ তাঁকে আটক করে পাকিস্তানি রেঞ্জার্স। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে দুই দেশের সীমানারক্ষী বাহিনীর প্রধানদের। পরিস্থিতি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে পূর্ণমের পরিবারে। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সম্প্রতি রিষড়া থেকে পাঠানকোট যান। সেখানে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন স্বামীকে ফিরিয়ে নিয়ে আসার বিষয়। পূর্ণমকে হাতিয়ার করে পাকিস্তান কোনও কূটনৈতিক নীতি তৈরি করতে পারে বলে আশঙ্কা ছিল ভারতের। তবে এবার ভারতের কাছে পাল্টা পদক্ষেপ নেওয়ার রাস্তা থাকল। এর ফলে সমীকরণ অনেকটাই বদলে গেল বলে মনে করা হচ্ছে।