যে কোন সময় নিয়ন্ত্রণরেখা বরাবর হামলা চালাবে ভারত। এমনই আশঙ্কা প্রকাশ করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ! অর্থাৎ এবিষয়টা স্পষ্ট এই মুহুর্তে ঠিক কতটা ভীত পাকিস্তান।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: এখনও অবধি সেই অর্থে বড় কোন প্রত্যাঘাত আসেনি কিন্তু তার আগেই রীতিমতো নাজেহাল পাকিস্তান! ভারতের সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানের সকলকে সতর্ক করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সোমবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেন, “খবর আছে যে, নিয়ন্ত্রণরেখা বরাবর যে কোনও জায়গায় ভারত হামলা চালাতে পারে।”
এই প্রসঙ্গে উল্লেখ্য ভারতের দিজ থেকে আসা সম্ভাব্য হামলা নিয়ে পাকিস্তানের মন্ত্রীদের আশঙ্কাপ্রকাশ এই প্রথম নয়। এর আগে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউর তারার দাবি করেছিলেন, গোয়েন্দা সূত্রে তিনি খবর পেয়েছেন, ভারত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে। সেই রকম কিছু অবশ্য এখনও পর্যন্ত হয়নি।
যদিও পাক প্রতিরক্ষামন্ত্রী আসিফ শুধুমাত্র হামলার কথা জানিয়েই ক্ষান্ত দেননি। পহেলগাও হামলা নিয়ে আসিফ আন্তর্জাতিক তদন্তের দাবিও তুলেছেন। আসিফের কথায়, এই তদন্ত থেকে জানা যাবে হামলায় ভারত নিজেই জড়িত, না অভ্যন্তরীণ কোনও গোষ্ঠী, সে ক্ষেত্রে এই হামলার সঙ্গে পাক-যোগের অভিযোগও ভিত্তিহীন হয়ে যাবে বলে দাবি তার।