চক্রযুদ্ধ ঘোষ সাংবাদিক – তেলুগু রাষ্ট্র গুলি তে বাড়ছে ‘ওয়ার ২’-এর ডিস্ট্রিবিউশন রাইটস নিয়ে জল্পনা। কে ছিনিয়ে নেবে এটির রাইটস্?
‘ডিস্ট্রিবিউশন’ হলো ফিল্মের সিনেমা হলে প্রদর্শনের রাইটস্। নর্থ ইন্ডিয়া তে নাম করা ডিস্ট্রিবিউটর হলো অনিল ঠাডানি’-এর ‘AA Films’, পেন মারুধার-এর Pen Studios কোম্পানি। ঠিক সেরকমই তেলুগু রাষ্ট্রে আছেন নাগা ভামসি, দিল রাজু, এশিয়ান সুনেইল নাড়াঙ্গ যারা নাম করা ডিস্ট্রিবিউটর।
কিছুদিন আগে বনি কাপুরের সাথে কথা কাটাকাটি করার জন্যে আবারো শিরোনামে আসা নাগা ভামসি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে জানিয়েছেন যে তিনি ‘ওয়ার ২’-এর এখনো কোনো রাইটস্ নেয়নি। কিছু কথা এগোলে, তিনি জানাবেন।
‘ওয়ার ২’ নিয়ে তেলুগু রাষ্ট্রে এত মাতামাতি হওয়ার কারণ একটাই। সেই কারণ টা হলো ‘জুনিয়র এন টি আর’। তার উপস্থিতি সিনেমাটাটিতে একটি অন্য মাত্র এনে দিচ্ছেই, যেটি শুধু হৃত্বিক রোশনের উপস্থিতি তে হওয়া সম্ভব ছিল না। হৃত্বিক রোশনের stardom ইতিমধ্যেই অনেক টা পড়েছে, আর যেটি ‘ওয়ার’-এর মতন ফ্রাঞ্চাইজি সিনেমাই আবার তুলতে পারে। কিন্তু এন টি আর -এর উপস্থিতি এটিকে তেলুগুর মার্কেটেও ভালো ব্যবসা দিতে পারে।
জুনিয়র এন টি আর -এর শেষ মুক্তিপ্রাপ্ত ফিল্ম দেবরা-পার্ট ১ বক্স অফিসে গ্রহণ যোগ্য ব্যবসা করেছিল কিন্তু একটু হলেও প্রযোজক রা লোকসানের মুখ দেখেছিলো। হৃত্বিক রোশনের শেষ মুক্তিপ্রাপ্ত ‘ফাইটার’ কিন্তু ঠিকঠাক ব্যবসা করেছিল, যেটি প্রযোজকদের আশাহত করেছিল।
‘ওয়ার ২’ বেশ ঝুকি পূর্ণ একটি প্রজেক্ট। এই ফিল্মে এন টি আর একটি ভিলেনের চরিত্রে অভিনয় করবে, যেটা দক্ষিনে তার ফ্যান্সদের একটু অসন্তুষ্ট করবে, আর তার মধ্যে একটি উত্তরের নায়কের সামনে, যেটি তেলুগু ভাষী মানুষদের বিতৃষ্ণার পাত্র হতে পারে। এটি ফিল্মটির ব্যবসা প্রভাবিত করতে পারে। আর এদিকে একটি দক্ষিনি নায়ক যার সেভাবে কোনো নাম নেই উত্তরে, তাকে নিয়ে যশরাজ এত টাকা ইনভেস্ট করছে, সেটিও অনেক চোখ গোল করে দিয়েছে ইতি মধ্যে। হৃত্বিক রোশনের ফাইটারের আগে মুক্তি পাওয়া ‘বিক্রম ভেধা’ যেটা আরেকটি ‘two-hero’ ফিল্ম করেছিলেন, যেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।
দক্ষিনে ইতি মধ্যে এন টি আরের ফ্যানস রা সোশ্যাল মিডিয়া তে কুমন্তব্য করা শুরু করে দিয়েছে। তারা চায় এন টি আরের পোস্টার খুবই শিগগিরই বার করা হোক। এদিকে যশরাজ এখনো অব্দি কিছুই ‘ওয়ার ২’ থেকে রিলিজ করেনি। এটি সিনেমার হাইপ কমিয়ে দিচ্ছে দিনের পর দিন।
ওয়ার ২-এর শেষমেশ কি হবে সেটি সময় বলবে, কিন্তু পতবর্তী কালে এটি যে bollywood- এর ভাগ্য নির্ধারণ করবে, সেটি মেনে নিতেই হবে। শিকানদারের ফ্লপ করার পর এটি বলিউডের শেষ আশা। কিন্তু এই ফিল্মটি ঠিক কতটা হিন্দি ছবি, আর কতটা তেলুগু, আর কতটা Pan-India ফিল্ম সেটা ঠিক নির্ধারণ করা মুশকিল।