Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • কুণাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করল হাইকোর্ট। কুণাল ঘোষ-সহ বাকি ৭ জনের বিরুদ্ধেও রুল জারি করেছে আদালত।
  • ইউক্রেনের উপরে হামলা বাড়াল রাশিয়া। গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ২৭৩টি ড্রোন আছড়ে পড়েছে ইউক্রেনে। পাল্টা প্রত্যাঘাতে ৭৫টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
  • প্রস্টেট ক্যানসারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২১ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্টের কুর্সিতে বসেছিলেন বাইডেন।
  • জ্যোতির পর নজরে বাংলার ব্লগার সৌমিত ভট্টাচার্য। তিনি কাশ্মীরের দুধপাথরিতে জ্যোতির সঙ্গী ছিলেন। কলকাতায় জ্যোতিকে সঙ্গ দিয়েছিলেন সৌমিত।
  • ‘সন্ত্রাসবাদীদের বোন’ মন্তব্য। মন্ত্রী বিজয় শাহ-র আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। গৃহীত হলো না মন্ত্রীর ক্ষমা প্রার্থনাও। তদন্ত অব্যাহত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের।
  • ‘আন্দোলনকে আমি সমর্থন করি। যাঁরা উস্কানি দিচ্ছেন, তাঁরাই  মামলাটা করেছিলেন ওঁদের বিরুদ্ধে। চাকরিহারা শিক্ষকদের প্রতি আমার সিমপ্যাথি ছিল, থাকবে।’ মমতা বন্দ্যোপাধ্যায়।
  • গ্রেফতার ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান সুবোধ কুমার গোয়েল। ব্যাঙ্ক ফ্রড মামলায় তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করেছে ইডি।
  • ‘গণতান্ত্রিক দেশে আন্দোলন করার অধিকার সবার আছে। আমার অনুরোধ আন্দোলন কখনও হিংসাত্মক যেন হয় না।’ চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে বার্তা অভিষেকের।
  • মোদী সরকারের সর্বদলীয় প্রতিনিধি দল থেকে প্রত্যাহার ইউসুফের নাম। ‘কেন্দ্র ঠিক করতে পারে না কাকে প্রতিনিধি করবে তৃণমূল। বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করা উচিত ছিল’। মত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
  • অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিতে খতম লস্কর-ই-তৈবার কুখ্যাত জঙ্গি আবু সাইফুল্লাহ। রাজাউল্লাহ নিজামনি নামেও পরিচিত ছিল সে।
  • সোপিয়ানে গ্রেফতার জঙ্গিদের দুই সঙ্গী। সোপিয়ানের ডিকে পোরা এলাকায় সেনা ও CRPF-এর যৌথ অভিযানে গ্রেফতার। ধৃতদের থেকে উদ্ধার ২টি পিস্তল, ৪টি গ্রেনেড, ৪৩ রাউন্ড গুলি। 
  • টিটাগড়ে আবাসনের মধ্যে বিস্ফোরণ। ওই আবাসনের বাসিন্দা টিটাগড় পুরসভার কাউন্সিলর।
  • মুম্বই-গোয়া হাইওয়ে থেকে নদীতে পড়ল গাড়ি। মৃত্যু ৫ আরোহীর। গুরুতর জখম গাড়ির চালক। মুম্বই থেকে দেবরুখ যাচ্ছিল গাড়িটি।
  • আজ ৩ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রথম দিন সিনার্জি বৈঠকে যোগ দেবেন তিনি। ২০ মে উপভোক্তাদের পরিষেবা প্রদান কর্মসূচি। ২১ মে প্রশাসনিক বৈঠক। ২২ মে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে মামলা। ১৭ জনকে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশ। হাজিরা এড়ালে গ্রেফতারির হুঁশিয়ারি। ২১ মে হাজিরার নির্দেশ।
  • New Date  
  • New Time  
ওয়ার ২ নিয়ে দক্ষিনে লড়াই! এন টি আরের জন্যে এই ব্যাপার!

6
May 2025

ওয়ার ২ নিয়ে দক্ষিনে লড়াই! এন টি আরের জন্যে এই ব্যাপার!

চক্রযুদ্ধ ঘোষ সাংবাদিক – তেলুগু রাষ্ট্র গুলি তে বাড়ছে ‘ওয়ার ২’-এর ডিস্ট্রিবিউশন রাইটস নিয়ে জল্পনা। কে ছিনিয়ে নেবে এটির রাইটস্?

‘ডিস্ট্রিবিউশন’ হলো ফিল্মের সিনেমা হলে প্রদর্শনের রাইটস্। নর্থ ইন্ডিয়া তে নাম করা ডিস্ট্রিবিউটর হলো অনিল ঠাডানি’-এর ‘AA Films’, পেন মারুধার-এর Pen Studios কোম্পানি। ঠিক সেরকমই তেলুগু রাষ্ট্রে আছেন নাগা ভামসি, দিল রাজু, এশিয়ান সুনেইল নাড়াঙ্গ যারা নাম করা ডিস্ট্রিবিউটর।

কিছুদিন আগে বনি কাপুরের সাথে কথা কাটাকাটি করার জন্যে আবারো শিরোনামে আসা নাগা ভামসি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে জানিয়েছেন যে তিনি ‘ওয়ার ২’-এর এখনো কোনো রাইটস্ নেয়নি। কিছু কথা এগোলে, তিনি জানাবেন।

‘ওয়ার ২’ নিয়ে তেলুগু রাষ্ট্রে এত মাতামাতি হওয়ার কারণ একটাই। সেই কারণ টা হলো ‘জুনিয়র এন টি আর’। তার উপস্থিতি সিনেমাটাটিতে একটি অন্য মাত্র এনে দিচ্ছেই, যেটি শুধু হৃত্বিক রোশনের উপস্থিতি তে হওয়া সম্ভব ছিল না। হৃত্বিক রোশনের stardom ইতিমধ্যেই অনেক টা পড়েছে, আর যেটি ‘ওয়ার’-এর মতন ফ্রাঞ্চাইজি সিনেমাই আবার তুলতে পারে। কিন্তু এন টি আর -এর উপস্থিতি এটিকে তেলুগুর মার্কেটেও ভালো ব্যবসা দিতে পারে।

জুনিয়র এন টি আর -এর শেষ মুক্তিপ্রাপ্ত ফিল্ম দেবরা-পার্ট ১ বক্স অফিসে গ্রহণ যোগ্য ব্যবসা করেছিল কিন্তু একটু হলেও প্রযোজক রা লোকসানের মুখ দেখেছিলো। হৃত্বিক রোশনের শেষ মুক্তিপ্রাপ্ত ‘ফাইটার’ কিন্তু ঠিকঠাক ব্যবসা করেছিল, যেটি প্রযোজকদের আশাহত করেছিল।

‘ওয়ার ২’ বেশ ঝুকি পূর্ণ একটি প্রজেক্ট। এই ফিল্মে এন টি আর একটি ভিলেনের চরিত্রে অভিনয় করবে, যেটা দক্ষিনে তার ফ্যান্সদের একটু অসন্তুষ্ট করবে, আর তার মধ্যে একটি উত্তরের নায়কের সামনে, যেটি তেলুগু ভাষী মানুষদের বিতৃষ্ণার পাত্র হতে পারে। এটি ফিল্মটির ব্যবসা প্রভাবিত করতে পারে। আর এদিকে একটি দক্ষিনি নায়ক যার সেভাবে কোনো নাম নেই উত্তরে, তাকে নিয়ে যশরাজ এত টাকা ইনভেস্ট করছে, সেটিও অনেক চোখ গোল করে দিয়েছে ইতি মধ্যে। হৃত্বিক রোশনের ফাইটারের আগে মুক্তি পাওয়া ‘বিক্রম ভেধা’ যেটা আরেকটি ‘two-hero’ ফিল্ম করেছিলেন, যেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।

দক্ষিনে ইতি মধ্যে এন টি আরের ফ্যানস রা সোশ্যাল মিডিয়া তে কুমন্তব্য করা শুরু করে দিয়েছে। তারা চায় এন টি আরের পোস্টার খুবই শিগগিরই বার করা হোক। এদিকে যশরাজ এখনো অব্দি কিছুই ‘ওয়ার ২’ থেকে রিলিজ করেনি। এটি সিনেমার হাইপ কমিয়ে দিচ্ছে দিনের পর দিন।

ওয়ার ২-এর শেষমেশ কি হবে সেটি সময় বলবে, কিন্তু পতবর্তী কালে এটি যে bollywood- এর ভাগ্য নির্ধারণ করবে, সেটি মেনে নিতেই হবে। শিকানদারের ফ্লপ করার পর এটি বলিউডের শেষ আশা। কিন্তু এই ফিল্মটি ঠিক কতটা হিন্দি ছবি, আর কতটা তেলুগু, আর কতটা Pan-India ফিল্ম সেটা ঠিক নির্ধারণ করা মুশকিল।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election

Koustav Bagchi Exclusive : “যা করেছি বেশ করেছি” – কেন বললেন কৌস্তভ ?

Ayodhya Ram Mandir News

Ayodhya Ram Mandir News : রামসুধায় মেতেছেন ভক্তরা । R Plus News

What Men Really Wants : “পুরুষ কি চায় ? ” । @RPlusnewsdigital