বাংলা সংবাদ মাধ্যমে বাবজি দা নামটা ভীষণ পরিচিত। প্রেস ক্লাবে নিত্যদিনের আনাগোনা তার। ছোট থেকে বড় সবার সঙ্গে মিশে যেতে পারতেন অনায়াসে৷ আচমকাই মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি দিলেন সেই বাবজি সান্যাল।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: ছোট খাটো চেহারার মানুষটা, মুখে সব সময় বিরাজ করছে হাসি, রাগতে বোধহয় কেউই সেইভাবে দেখেনি তাকে৷ বাবজি দা মানেই পারফেকশনিস্ট! আচমকা মঙ্গলবার সকালে ভেসে এল সংবাদ মাধ্যমের সেই বহু পুরনো কর্মী, বিনোদন জগতের নামকরা সাংবাদিক বাবজি সান্যাল প্রয়াত।
গত বছরেই প্রয়াত হন তার মা। তারপর থেকে বাড়িতে একাই থাকতেন। যেরকমটা জানা যাচ্ছে যে সকাল ১০.৩০মিনিট নাগাদ একবালপুর থানা সূত্রে খবর আসে যে, একবালপুর থানা আওতাধীন ১৮, একবালপুর লেনে বাবজিকে তার বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায়। এক প্রতিবেশী তাকে অচেতন অবস্থায় রান্নাঘরের পাশে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি সকলকে খবর দিয়ে তাঁকে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যেহেতু অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, তাই ময়না তদন্ত হবে। যদিও পুলিশ সূত্রে খবর তার দেহে কোনরকম আঘাতের চিহ্ন নেই তবে ঠিক কি কারণে তার এই পরিণতি তা জানা যাবে ময়না তদন্তের রিপোর্ট থেকেই।
বাংলা সংবাদ মাধ্যমের একাধিক হাউজে কাজ করেছেন বাবজি। কাজ করেছেন আর প্লাস নিউজেও। বিনোদন জগতের ঘরের লোক ছিলেন তিনি। এদিন তার প্রয়াণের খবর পেতেই একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় তার উদ্দেশ্যে শোকবার্তা দেন। শুধু তারকা জগতই নয়৷ বাবজি সান্যাল পরিচিত ছিলেন আমজনতার মধ্যেও। সকলেই কার্যত বিশ্বাস করতে পারছেন না তার এই আকস্মিক প্রয়াণ।