পঞ্জাবে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ পেল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। মঙ্গলবার সকালে পঞ্জাবের ঘন জঙ্গলে জঙ্গিদের এই গোপন ডেরার খোঁজ পাওয়া যায়। শুধু ডেরা নয়, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক। এদিন তল্লাশি অভিযান চলাকালীন এই গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- গত ২২ শে এপ্রিলের পর থেকে ভারত-পাক সীমান্তে সেনাবাহিনীর টহল বেড়েছে। ইতিমধ্যেই কাশ্মীরের স্থানীয় জঙ্গিদের বাড়ি খুঁজে বের করে ভেঙে ফেলা হয়েছে। জঙ্গিদের গোপন ঘাঁটি পাওয়া গেছে কাশ্মীরের পুঞ্চে। এবার একই রকম ভাবে পঞ্জাবে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ পেল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। মঙ্গলবার সকালে পঞ্জাবের ঘন জঙ্গলে জঙ্গিদের এই গোপন ডেরার খোঁজ পাওয়া যায়। শুধু ডেরা নয়, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক। এদিন তল্লাশি অভিযান চলাকালীন এই গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। সেনা ও পুলিশের অভিযানে ২ টি রকেট চালিত গ্রেনেড, ২ টি বিস্ফোরক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি (IED) এবং ৫টি পি-৮৬ হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধার হয়েছে যোগাযোগের একটি ওয়্যারলেস ডিভাইসও। উদ্ধার করে সেনা ও পুলিশের যৌথ দল। সে রাজ্যের ডিজিপি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, পহেলগাঁও হামলার পর থেকেই পঞ্জাবে সক্রিয় হয়ে উঠেছে ‘স্লিপার সেল’। এমনটাও মনে করা হচ্ছে, স্থানীয়দের নিয়ে তৈরি হয়েছে এই সেল। পুলিশ ও সেনা বাহিনীর সমস্ত গতিবিধির তথ্য জঙ্গিদের দেওয়া, জঙ্গিদের খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র জোগান দেওয়াই এই সব সেলের কাজ। এই সব স্লিপার সেলের হঠাৎ সক্রিয়তার পিছনে পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএসআইয়ের যোগ থাকতে পারে।