ভারতের আক্রমণে ভীত সন্ত্রস্ত পাকিস্তানী প্রধানমন্ত্রী দিন দুই আগেও আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কাকুতি মিনতি করছে যাতে ভারত সরাসরি যুদ্ধে না যায় সেটা দেখতে। ট্রাম্প তাকে আশ্বস্ত করেন নি। এবার এই পরিস্থিতি থেকে নিজেদের সম্পূর্ণ দূরে থাকার বার্তা দিলেন ট্রাম্পের ডেপুটি ভান্স ও।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- ভারত বার বার বলে এসেছে, ভারত কখনও কোনোদিন আগে কাউকে আঘাত করবে না। কিন্তু কেউ যদি ভারতকে আঘাত করার চেষ্টাও করে তাহলে তাকে সমুচিত জবাব দিতেও পিছপা হবে না। পহেলগাঁও এ জঙ্গি হামলা করে পাকিস্তান ভারতকে আঘাত করেছে। এখন তার ফল তো ওদের ভুগতেই হবে। এখনও সরাসরি সম্পূর্ণ যুদ্ধে না নামলেও পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য যা যা করার, তা ভারত করছে। এই যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকাকে মধ্যস্থতা করার জন্য পাকিস্তান বারবার আহ্বান করলেও, আমেরিকা যে এর মধ্যে ঢুকতে চাইছে না তা একটি সংবাদমাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে বুঝিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। বৃহস্পতিবার জে ডি ভান্স বলেছেন, “এটা আমাদের বিষয় নয়(none of our business)।”
ভারত দীর্ঘদিন ধরেই জানিয়ে এসেছে ভারত-পাকিস্তানের সম্পর্কের মধ্যে তৃতীয় কারও নাক গলানোর প্রয়োজন নেই। এদিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও যেন সেই মতের সঙ্গে সহমত পোষণ করেই বলেছেন, “আমরা যেটা করতে পারি তা হলো পরমানু শক্তিধর এই দুই দেশের মধ্যে যাতে শান্তির পরিবেশ ফিরে আসে, দুই দেশ যাতে উত্তেজনা কমিয়ে আলোচনার টেবিলে আসে, সেই জন্য আবেদন করতে, কিন্তু আমরা কোনোভাবেই ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া এই যুদ্ধে নিজেদের জড়াতে পারি না।” তিনি আরও বলেন, “আমরা ভারতকে অস্ত্র ত্যাগ করার কথা বলতে পারি না। পাকিস্তানকেও বলতে পারি না। আমরাও চাই দুই দেশ তাদের মধ্যকার এই উত্তেজনা প্রশমন করুক। আমরা চাই কূটনৈতিক পথেই (through diplomatic channels) এই সমস্যার সমাধান হোক। আমরা শুধু আশা করতে পারি এটা যেন কোনো বড় ধরনের আঞ্চলিক সমস্যার পথে না চলে যায় এবং ভগবান না করুন, কোনোরকম পরমানু যুদ্ধের দিকে মোড় নেয়।”