রবিবার বায়ুসেনা অফিসিয়াল এক্স হ্যান্ডলে জানিয়ে দিল, অপারেশন সিঁদুর শেষ হয়নি। এই নিয়ে দেশবাসীকে কোনও রকম জল্পনা বা ‘ভুয়ো’ তথ্য কানে না নিতেই বলা হয়েছে।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- অপারেশন সিঁদুর, এখনও চলছে স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় বায়ুসেনা। শনিবার বিকেলে পাকিস্তানের তরফে যুদ্ধ বিরতির অনুরোধ করা হয় ভারতকে। যদিও সেই যুদ্ধ বিরতি লঙ্ঘন করে এদিন রাত থেকে সীমান্তে পাকিস্তানের তরফে গোলাগুলির শব্দ পাওয়া যায়। এমনকি জম্মু কাশ্মীরের আকাশে দেখা যায় ড্রোন। এই ঘটনার পরেই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীওমর আব্দুল্লাহ এক্স হ্যান্ডেলে পোস্টও করেন সেকথা। ঠিক তার পরের দিন অর্থাৎ রবিবার বায়ুসেনা অফিসিয়াল এক্স হ্যান্ডলে জানিয়ে দিল, অপারেশন সিঁদুর শেষ হয়নি। এই নিয়ে দেশবাসীকে কোনও রকম জল্পনা বা ‘ভুয়ো’ তথ্য কানে না নিতেই বলা হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। রবিবার ভারতীয় বায়ুসেনা জানায়, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিরতি চললেও সেই জঙ্গি দমন অভিযান জারি রয়েছে। রবিবার এক্স হ্যান্ডলে ভারতীয় বায়ুসেনা পোস্ট করে, অপারেশন সিঁদুরে নিজেদের দায়িত্ব সফল ভাবে পালন করেছে ভারতীয় বায়ুসেনা। দেশের স্বার্থে নিখুঁত ভাবে, পেশাদারিত্বের সঙ্গে সেই কাজ করেছে তারা। সতর্কতা এবং বিচক্ষণতার সঙ্গে সেই অভিযান করা হয়েছে। পোস্টে আরও বলা হয়েছে, এই অভিযান এখনও চলছে। সেই নিয়ে দেশবাসীকে সময় মতো জানানো হবে। জল্পনা এবং ভুয়ো তথ্যে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ করছে আইএএফ। শনিবার যুদ্ধ বিরতি ঘোষণা করে ভারত-পাকিস্তান। তার পরেই দেশবাসীর তরফে প্রশ্ন ওঠে, পহেলগাঁও হামলার প্রতিশোধ নিতে ভারত যে জঙ্গি দমন অভিযান শুরু করেছিল, তা কি আর চলবে না? পাকিস্তানের বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে তা বহাল থাকবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়। সেই সব আলোচনার নিষ্পত্তি ঘটিয়ে ভারতীয় বায়ুসেনা স্পষ্ট জানায়, জঙ্গি দমনের জন্য তাঁদের অপারেশন সিঁদুর চলছে।