বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ (BSF), অমৃতসর গ্রামীণ পুলিশের যৌথ অভিযানে আন্তর্জাতিক সীমান্তে নাশকতার ছক বানচাল করতে সফল হয়।চাষের জমি থেকে উদ্ধার হয় হ্যান্ড গ্রেনেড, ৯৭২ গ্রাম আরডিএক্স, ৮টি ব্যাটারি, কার্তুজ। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ভারত পাকিস্তানের অসন্তোষ পরিস্থিতির মাঝেই উঠে এল চাঞ্চল্যকর খবর। বিগত কয়েকদিন ধরেই পঞ্জাবের অমৃতসর সীমান্ত অশান্ত। যখন তখন পাকিস্তানের ড্রোনের হামলা চলছেই। এরই মধ্যে অমৃতসর সীমান্তে উদ্ধার বিস্ফোরক সহ প্রচুর অস্ত্র। শনিবার রাতে পাকিস্তানের সংঘর্ষচুক্তি লঙ্ঘনের কয়েক ঘণ্টার মধ্যেই লোকালয় থেকে অস্ত্র উদ্ধার হয়। পাক ড্রোন হামলার সময়েই বিস্ফোরক ও অস্ত্রগুলি ফেলে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। পঞ্জাব পুলিশের ডিজিপির তরফে অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে একথা। পোস্টে উল্লেখ করা হয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ (BSF), অমৃতসর গ্রামীণ পুলিশের যৌথ অভিযানে আন্তর্জাতিক সীমান্তে নাশকতার ছক বানচাল করতে সফল হয়। এটি ড্রোনের মাধ্যমে চোরা চালানের চেষ্টা বলে মনে করা হচ্ছে। ১০ই মে অমৃতসরের আজনালা থানার অন্তর্গত চকবালা গ্রামের বাসিন্দাদের থেকে খবর পাওয়া মাত্রই তল্লাশি চালায় পুলিশ। চাষের জমি থেকে উদ্ধার হয় হ্যান্ড গ্রেনেড, ৯৭২ গ্রাম আরডিএক্স, ৮টি ব্যাটারি, কার্তুজ। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির পরেও শান্ত হয়নি সীমান্ত। অমৃতসর সহ পঞ্জাবের বিস্তীর্ণ এলাকা এখনও থমথমে। শহরজুড়ে রেড অ্যালার্ট জারি রয়েছে। একাধিকবার বেজেছে সাইরেন, নিভে গেছে রাস্তাঘাট ও বাড়ির আলো। প্রশাসনের নির্দেশ, কেউ যেন বাড়ি না ছাড়েন। গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে সীমান্ত পার করে ড্রোন ও মিসাইল পাঠাচ্ছে পাকিস্তান। জম্মু-কাশ্মীর, রাজস্থান, পঞ্জাবে বারবার আঘাত হানার চেষ্টা করছে তারা। তবে ভারতের প্রতিরক্ষা বাহিনী দৃঢ় হাতে তা প্রতিহত করেছে।
শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণা করার কয়েক ঘন্টা পরেই জম্মু-কাশ্মীরের সীমান্ত লাগোয়া প্রায় ১১টি জায়গায় গুলিবর্ষণ করে পাক সেনা। পাশাপাশি ড্রোন হামলারও চেষ্টা করা হয়। সারা রাত শহর ছিল অন্ধকার। আক্রমণের ভয়ে বন্ধ রাখা হয় বিদ্যুৎ পরিষেবা। প্রতিরক্ষা বাহিনীর নজরে ছিল আকাশপথ। একটাও ড্রোন ঢুকতে দেওয়া হয়নি। তবে সেখানকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রবিবার সকালে বিদ্যুৎ পরিষেবা শুরু হলেও, জারি রয়েছে রেড অ্যালার্ট। অমৃতসরের জেলাশাসকের তরফে স্পষ্ট বার্তা, সতর্কতা জারি থাকবে। প্রয়োজনে সাইরেন বাজবে। কেউ যেন বাড়ি থেকে না বের হন, জানালার ধারে যাবেন না। আতঙ্ক নয়, সতর্ক থাকুন।