কাঠফাটা গরম থেকে কবে মুক্তি মিলবে? বৃষ্টি একেবারে নিরুদ্দেশ। সকাল থেকে রাত অবধি ভয়াবহ গরম। হাসফাস করছে গোটা বাংলা।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্য জ্বালাপোড়া গরমে দিশেহারা। শহর কলকাতার পাশাপাশি জেলায় জেলায় ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল দশা বাসিন্দাদের। তবে এবার দক্ষিণবঙ্গের জন্য সুখবর শোনালো আবহাওয়া দপ্তর। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ একাধিক জেলায়। এরই মধ্যে আজ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে সক্রিয় আছে এক ঘূর্ণাবর্ত। যার প্রভাবে দেশে অনেকটা আগেই বর্ষা ঢুকবে। আগামী তিন-চারদিনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। সাধারণত ২২ জুন আন্দামান-নিকোবর দীপপুঞ্জে মৌসুমী বায়ু প্রবেশ করে। ১ জুন কেরলে ঢোকে। ৮ জুনের-র মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে মৌসুমী বায়ু। এবার তার আগেই কেরলে বর্ষা প্রবেশের পূর্বাভাস রয়েছে।
তবে রবিবার খুব একটা স্বস্তির বৃষ্টি হবে না কারণ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি। বুধ পর্যন্ত গরম বাড়বে কলকাতা-সহ বাকি জেলাগুলিতে। শহরে তাপপ্রবাহ না থাকলেও তাপপ্রবাহের মত অনুভূতি হবে। সব জেলায় ২ থেকে ৩ ডিগ্রি পারদ বাড়তে পারে।