ভারতীয় সেনার গতিবিধি সংক্রান্ত বিভিন্ন তথ্য ফাঁস করার অভিযোগে তাঁদের পাকড়াও করে পঞ্জাব পুলিশ। রবিবার পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করে আরও এক অভিযুক্তের সন্ধান পায় পুলিশ।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের এক আধিকারিকের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠল ২ জনের বিরুদ্ধে। ২ জনকে হাতেনাতে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। ভারতের অন্তরাষ্ট্রীয় সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। ভারতীয় সেনার গতিবিধি সংক্রান্ত বিভিন্ন তথ্য ফাঁস করার অভিযোগে তাঁদের পাকড়াও করে পঞ্জাব পুলিশ। রবিবার পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করে আরও এক অভিযুক্তের সন্ধান পায় পুলিশ। ২ জনকে হেফাজতে নিয়ে জেরা করে পুলিশ এই বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে জানা গেছে, অর্থের বিনিময়ে ভারতের সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের কাছে পাচার করতেন ধৃতেরা। আর্থিক লেনদেন চলত মূলত অনলাইনের মাধ্যমে। ধৃতদের থেকে ২ টি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ, সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। পঞ্জাব পুলিশের ডিজি আরও জানিয়েছেন, সীমান্তপারের গুপ্তচরবৃত্তি চক্রের বিরুদ্ধে এই অভিযান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে জাতীয় নিরাপত্তার বিষয়টি আরও দৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। পরবর্তী সময়ে প্রোটোকল অনুযায়ী বিশদ তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি। গত সপ্তাহেই পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয় পঞ্জাব থেকে।
ওই দুই ব্যক্তিও পাকিস্তানে ভারতীয় সেনার তথ্য পাচার করছিলেন বলে অভিযোগ। সেই খবর পেয়েই অমৃতসর গ্রামীণ পুলিশ পাসক মসীহ এবং সুরজ মসীহ নামে ২ জনকে গ্রেফতার করে।