সোমবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝড়ো হাওয়া। যদিও কলকাতার অস্বস্তি এখনই কাটছে না।
ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক- গত কয়েকদিনের গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। এখনও পর্যন্ত সেইভাবে কোনো কালবৈশাখীর দেখাও পাওয়া যায় নি। তবে মাঝে দুই এক দিন বিক্ষিপ্ত বৃষ্টি অবশ্য হয়েছে। এই অস্বস্তি কাটার খবর দিয়েছে আবহাওয়া দফতর। আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিঃমিঃ বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। যার ফলে এই সব জেলার তাপমাত্রা কিছুটা কমিয়ে সাময়িক আরাম পাওয়া যেতে পারে।
যে জেলাগুলোতে বৃষ্টি বা ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলি হলো উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। তবে শহর কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের জন্য গরমের অস্বস্তি এখনই কাটছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে এখনই ঝড়বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। ফলে আগামী কয়েক দিন এই অঞ্চলে গরম এবং উচ্চ আদ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে।