রোহিতের পর এবার বিরাট কোহলি। মাত্র ৫ দিনের ব্যবধানে ভারতের দুই নির্ভরযোগ্য ও দিকপাল ক্রিকেটার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন যা নিশ্চিত করেই ভারতের টেস্ট টিমের কাছে একটা জোড়ালো ধাক্কা।
ঋক পুরকায়স্থ, সাংবাদিক: আবার এক নক্ষত্রপতন ক্রিকেট জগতে। সামনের জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। কিন্তু তার আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা বিসিসিআইকে জানিয়ে দিলেন বিরাট কোহলি। বিসিসিআই কোহলিকে তার সিদ্ধান্ত পুনরায় ভেবে দেখার কথা জানালেও সকালবেলা ইন্টাগ্রামে পোস্ট করে তিনি বুঝিয়ে দিয়েছেন তার সিদ্ধান্তের কথা। টেস্ট ক্রিকেটে দেশের হয়ে যারা সর্বাধিক রান করেছেন তাদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কার। জুন মাসেই ইংল্যান্ডে টেস্ট সিরিজ কিন্তু মিডিল অর্ডারে যেভাবে বিরাট তার দলকে সামলাতেন এবারে আর তা হচ্ছে না।
তিনি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন, ‘টেস্ট ক্রিকেটে নীল জার্সি পরার ১৪ বছর সম্পূর্ণ হল। টেস্ট ক্রিকেট যে আমাকে এতদুর নিয়ে যাবে কখনও ভাবিনি। আমাকে পরীক্ষা করেছে, গড়ে তুলেছে এবং শিক্ষা দিয়েছে। যা আমি সারাজীবন বয়ে নিয়ে চলব। আমি যখনই নিজের টেস্ট কেরিয়ারের দিকে ফিরে তাকাব তখনই হাসিমুখে তাকাব।’
নিজের টেস্ট কেরিয়ারে বিরাট মোট ম্যাচ খেলেছেন ১২৩ টি। মোট রান করেছেন ৯২৩০। ব্যাটিং অ্যাভারেজ ৪৬.৮৫। মোট শতরান করেছেন ৩০ বার। দ্বিশতরান ৭ বার। সর্বোচ্চ রান ২৫৪। মোট চার মেরেছেন ১০২৬ টি এবং মোট ছয় মেরেছেন ৩০ টি। এত অল্প সময়ের মধ্যে ওপেনিংয়ে রোহিত ও মিডিল অর্ডারে বিরাটের সরে দাঁড়ানোয় একটা বিষয় পরিষ্কার যে এই দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে দলের মধ্যে চাপা তু তু ম্যায় ম্যায় শুরু হয়েছিলো, যা সঠিকভাবে সামলাতে পারে নি ভারতীয় ক্রিকেট বোর্ড।