শিয়রে ঘূর্নিঝড়। আবহাওয়া দফতর সূত্রে খবর আগামি ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে যার ফলে এ মাসের শেষের দিকে এক প্রবল ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে চলেছে বাংলা, উড়িষ্যা ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকা।
ষষ্ঠী চট্টোপাধ্যায়, সাংবাদিক- আগামী ২৪ থেকে ২৬ মে-র মধ্যে ভারতের ওড়িশা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’। তবে, ঘূর্ণিঝড়টির সম্ভাব্য মূল প্রভাব এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা জেলাকে চিহ্নিত করা হচ্ছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, কোলকাতা, এই জেলা গুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ বজ্রপাত ও দমকা হাওয়া বইতে পারে। আর এই সকল জেলা ছাড়াও ঘূর্ণিঝড়ের অভিমুখ যেই দিকে থাকবে সেই হিসাবে আরও জায়গা প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই সম্ভাব্য দুর্যোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বাংলাদেশ আবহাওয়া দফতর সতর্কবার্তা জারি করেছে। বাংলাদেশের রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ধরনের আবহাওয়া বিরাজমান থাকতে পারে।