ডোনাল্ড ট্রাম্পকে এক বহুমূল্য উপহার দিতে চলেছে কাতার। এক বিলাসবহুল জেট যাকে উড়ন্ত প্রাসাদ বললেও অত্যুক্তি হবে না। ট্রাম্প কি নেবেন এই উপহার? যখন জল্পনা চলছে তখন ট্রাম্প নিজেই জানালেন এই উপহার না নেওয়ার মত বোকা তিনি নন।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: একটা বিমান কতটা বিলাসবহুল, কতটা রাজকীয় হতে পারে? তা জানতে দেখতে হবে বোয়িং ৭৪৭-৮। কাতার রাজপরিবার এই বিমানটিকে উপহার হিসেবে তুলে দিচ্ছে ট্রাম্পের হাতে। তোড়জোড় চলছে। শোনা যাচ্ছে, বোয়িং ৭৪৭-৮-কে এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইতিমধ্যেই বহুমূল্য এই উপহারকে কেন্দ্র করে এক চরম বিতর্ক শুরু হয়েছে মার্কিন রাজনীতিতে। যদিও সেই সব বিতর্কে কান দিতে একেবারেই নারাজ ট্রাম্প। বরং বিরোধী শিবিরের কটাক্ষকে সহাস্যে উড়িয়ে হোয়াইট হাউস কর্তা জানালেন, ‘বিনামূল্যে পাওয়া এই উপহারে না বলার মতো বোকা আমি নই।’
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে ট্রাম্পকে এত বহুমূল্য উপহার কেন দিচ্ছে কাতার? মধ্যপ্রাচ্যে এই মুহুর্তে ট্রাম্পের নিজস্ব ব্যবসা ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। সৌদি আরবে ট্রাম্প টাওয়ার, কাতারে গলফ কোর্স তৈরি করছে ট্রাম্পের সংস্থা। ট্রাম্পের সংস্থার ক্রিপ্টো ব্যবহার করে সংযুক্ত আরব আমিরশাহী ২ বিলিয়ান ডলারের চুক্তি করেছে। তাই একদিকে মার্কিন প্রেসিডেন্ট, অন্যদিকে বাণিজ্যিকভাবে ফুলে ফেঁপে ওঠা ট্রাম্পকে খুশি করতে এই উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার।
তবে কাতার এমন সময় উড়োজাহাজটি দেওয়ার প্রস্তাব দিল, যখন ট্রাম্প বারবার অভিযোগ করছেন যে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তির আওতায় নতুন দুটি এয়ারফোর্স ওয়ান অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ তৈরিতে দেরি হচ্ছে ও ব্যয় বাড়ছে।