ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর আবার শুরু হতে চলেছে আইপিএল। কবে থেকে শুরু হবে আইপিএল ম্যাচ তা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
নাজিয়া রহমান, সাংবাদিক- ভারত-পাক যুদ্ধের আবহে স্থগিত হয়ে যায় আইপিএল। ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পর আবার শুরু হতে চলেছে খেলা। কবে থেকে শুরু হবে আইপিএল ম্যাচ তা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার রাতে আইপিএল-এর দ্বিতীয় দফার সূচি ঘোষণা করা হয়। এখনও পর্যন্ত আইপিএল-এর লিগ পর্যায়ের ১২টি ম্যাচ ছাড়াও প্লে অফ ও ফাইনাল বাকি আছে। কবে কোথায় হবে সেগুলি হবে তা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।
আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে আইপিএল -এর বাকি ম্যাচগুলি। আগামী ৩জুন ফাইনাল হবে। আইপিএল -এর ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে। যা খেলা স্থগিত হওয়ার কারণে পিছিয়ে গেল। নতূন সূচি অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে। এলিমিনেটর ৩০ মে। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন। এবং ফাইনাল ৩জুন। নতুন সূচি অনুযায়ী ৬টি ভেন্যুতে আয়োজিত হবে সব ম্যাচ । দ্বিতীয় দফায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে আরসিবি ও কেকেআর। সেই ম্যাচটি হবে বেঙ্গালুরুতে। এছাড়া জয়পুর,লখনউ, মুম্বই, দিল্লি, আহমেদাবাদে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলি হবে বলে জানা গেছে।
৮ মার্চ বৃহস্পতিবার ধর্মশালায় মুখোমুখি হয়েছিল দিল্লি বনাম পাঞ্জাব। তবে সীমান্তে উত্তেজনার কারণে মাঝপথে ম্যাচ বন্ধ করে দিতে হয়।পাকিস্তানের হামলার আশঙ্কায় ব্ল্যাকআউট করে দেওয়া হয় ধর্মশালা। এবং ক্রিকেটারদের সুরক্ষাহেতু বিশেষ ট্রেনে ফিরিয়ে আনা হয়।
দিল্লি-পঞ্জাব ম্যাচ বাতিল হওয়ার পরই টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণ করতে জরুরি বৈঠকে বসে গভর্নিং কাউন্সিল। সেই বৈঠকেই ঠিক করা হয় আপাতত মেগা টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হবে। পরের দিনই আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়। গত শনিবার সংঘর্ষবিরতি ঘোষণা করে ভারত ও পাকিস্তান। সূত্রের খবর, তার পরেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করে আইপিএল এর ১০টি দলের কর্তারা । তাদের নিয়ে তাড়াতাড়ি বৈঠকে বসেন বোর্ডকর্তারা। সেখানেই ঠিক হয়, কবে থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে। এরপর বাকি থাকা ম্যাচ ও ফাইনালের দিন ঘোষণা করে বোর্ড। ৮ মে-র বাতিল হওয়া দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের ম্যাচ হবে ২৪ মে। পাশাপাশি বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে দুটি রবিবার অর্থাৎ ১৮ মে রাজস্থান-পাঞ্জাব এবং ২৫ মে গুজরাট-চেন্নাই, ডবল হেডারে এই দুটি ম্যাচ হবে সাড়ে তিনটে থেকে। আর বাকি সব ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
প্রসঙ্গত, আইপিএল স্থগিত হওয়ার পর বহু বিদেশি খেলোয়াড় তাদের দেশে ফিরে যান। আবার অনেকে ভারতে থেকেও যান। সূত্রের খবর, বোর্ড থেকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যে মঙ্গলবারের মধ্যে বিদেশি খেলোয়াড়দের ফিরিয়ে আনতে হবে। ভারত -পাক সীমান্তে সংঘর্ষ চলায় অনেক বিদেশি ক্রিকেটারই ভারতে ফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে ভারতের প্রত্যাঘাতে বিপর্যস্ত হয়েছে পাকিস্তান। ঘোষণা হয়েছে যুদ্ধবিরতিও। পাশাপাশি সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণও দেশবাসীকে আশ্বস্ত করেছে। তাই আইপিএল শুরু করতে আর কোনও বাধা নেই বলেই মনে করছেন বোর্ড কর্তারা। ফের আইপিএল ম্যাচের তারিখ ঘোষিত হওয়ায় খুশি ক্রিকেটপ্রেমীরা।