ঋক পুরকায়স্থ, সাংবাদিক: সোমবার সমাজ মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। বি সি সি আই তাকে পুনর্বিবেচনা করার কথা বলেছিল। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন কোহলি। অবসরের নেওয়ার পরের দিনই তাকে দেখতে পাওয়া গেল বৃন্দাবনে। সঙ্গে তার স্ত্রী অনুষ্কা শর্মা এবং দুই সন্তান। বিরাট কোহলি সপরিবারে প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে গিয়েছিলেন।
এর আগেও বহুবার তাকে দেখতে পাওয়া গিয়েছিল বৃন্দাবনে। নিজের ক্যারিয়ারের কোন বড় ম্যাচের আগে বা পরে তিনি বৃন্দাবনে ছুটে যেতেন। এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তিনি তার পরিবারের সাথে বৃন্দাবনে যান। শুধু বৃন্দাবন নয় মাঝেমধ্যেই বিভিন্ন ধর্মীয় স্থানে তাকে দেখতে পাওয়া গিয়েছে। পরনে সাদা জামা, কোহলি ও অনুষ্কা দুজনেরই মুখে মাস্ক। একটি সাদা গাড়ি করে তাদেরকে দেখতে পাওয়া গিয়েছিল বৃন্দাবনের রাস্তায়। পরে জানতে পারা যায় তারা প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন। সেখানে মহারাজের উপদেশ শোনেন দুজনেই। উপদেশ শোনার সময় অনুষ্কা শর্মার চোখে জলও দেখতে পাওয়া যায়।
২০১১ সালে প্রথম টেস্ট ক্রিকেট খেলেন বিরাট কোহলি। ১৪ বছরের টেস্ট কেরিয়ার। ৯২৩০ রান। দেশের জার্সিতে ব্যাট হাতে বহু অবদান রেখেছেন তিনি। বিরাট কোহলি এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। তিনি অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে এর আগে টি-টোয়েন্টি থেকেও অবসরের কথা জানিয়েছিলেন তিনি। যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে ১৭ই মে থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। এখানে আরসিবির জার্সিতে দেখতে পাওয়া যাবে কিং কোহলিকে।