প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল। দশমে পাশের হার ৯৩.৬৬ শতাংশ। আর দ্বাদশে পাশের হার ৮৮.৩৯ শতাংশ। দুটি পরীক্ষাতেই পাশের হারে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা ।
নাজিয়া রহমান, সাংবাদিক- রাজ্য বোর্ডের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সর্বভারতীয় আইসিএসই ও আইএসসি দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশের পর এবার প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। চলতি বছর দ্বাদশের পরীক্ষা শুরু হয় ১৫ ফেব্রুয়ারি থেকে শেষ হয় ৪ এপ্রিল। পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় ফল ঘোষণা করল বোর্ড। এবার দ্বাদশে পরীক্ষার জন্য আবেদন জানায় ১৭,০৪,৩৬৭ জন পরীক্ষার্থী। যার মধ্যে পরীক্ষায় বসে ১৬,৯২,৭৯৪ জন আর পাস করেছে ১৪,৯৬,৩০৭ জন।এ বছর পাশের হার ৮৮.৩৯ শতাংশ। ২০২৪-এ ছিল ৮৭.৯৮ শতাংশ । অর্থাৎ এ বছর পাশের হার বৃদ্ধি পেয়েছে ০.৪১ শতাংশ। মেয়েদের পাশের হার ৯১.৬৪ শতাংশ, ছেলেদের পাশের হার ৮৫.৭০ শতাংশ। অন্যদিকে রূপান্তরকামীদের পাশের হার ১০০ শতাংশ । গতবার এই হার ছিল ৯৫ শতাংশ। দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৯,২৯৯ টি স্কুল পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৭,৩৩০ টি।পাশের হারের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বিজয়ওয়াড়া। পাশের হার ৯৯.৬০ শতাংশ।
অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে দ্বাদশের জন্য আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ৪৫,০৭৩ জন। পরীক্ষায় বসে ৪৪,৬৩১ জন। পাশ করেছে ৩৯,৭৯২ জন। পাশের হার ৮৯.১৬ শতাংশ। পশ্চিমবঙ্গেও ছাত্র পরীক্ষার্থীর থেকে ছাত্রী পরীক্ষার্থীর পাশের হার বেশি। ছাত্রী পরীক্ষার্থীর পাশের হার ৯২.৭২ শতাংশ। ছাত্র পরীক্ষার্থীর পাশের হার ৮৬.৩৩ শতাংশ।
সিবিএসই দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায়ও ছাত্র পরীক্ষার্থীর থেকে ছাত্রী পরীক্ষার্থীর পাশের হার বেশি। সিবিএস ই তে দশম শ্রেণীতে মোট আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ২৩,৮৫,০৭৯ জন। এর মধ্যে পরীক্ষায় বসেছে ২৩,৭১, ৯৩৭ জন। পাশ করেছে ২২ লক্ষ ২১ হাজার ৬৩৬ জন। পাশের হার ৯৩.৬৬ শতাংশ। গতবার ছিল ৯৩.৬০শতাংশ। অর্থাৎ এবার গতবারের থেকে ০.০৬ শতাংশ বেশি। এবার ছাত্রী পরীক্ষার্থীর পাশের হার ৯৫ শতাংশ আর ছাত্র পরীক্ষার্থীর পাশের হার ৯২.৬৩ শতাংশ। অর্থাৎ ছাত্র পরীক্ষার্থীর থেকে ছাত্রী পরীক্ষার্থীর পাশের হার বেশি। আর রূপান্তরকামীদের পাশের হার ৯৫ শতাংশ। পাশের হারের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে ত্রিভানদ্রম। পাশের হার ৯৯.৭৯ শতাংশ।
অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে দশমের জন্য আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ৪২,০৯৩ জন। পরীক্ষায় বসে ৪১,৭১১ জন। পাশের হার ৯৪.৯৩ শতাংশ।