ভারত-পাক যুদ্ধ উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ভারতীয়দের মধ্যে সোনা কেনার উৎসাহ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। যুদ্ধ আবহে ভবিষ্যতের কথা মাথায় রেখে সোনায় বিনিয়োগ করছেন ভারতীয়রা। সম্ভবত, সেকথা মাথায় রেখে ভারতীয় রিজার্ভ ব্যাংকও সোনা কেনার দিকে মনোনিবেশ করেছে।
সুজিত চ্যাটার্জী, সংবাদদাতা: বিগত ৭ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সোনা ক্রয় করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ২০২৪-২৫ অর্থবর্ষে এখনও অবধি ৫৭.৫ টন সোনা ক্রয় করা হয়েছে। ফলে এই মুহূর্তে ভারতের স্বর্ণভান্ডার বেড়ে হয়েছে ৮৭৯.৬টন, যা বিগত ৭ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এখনও অবধি ২০২১-২২ অর্থবর্ষে আরবিআই সর্বোচ্চ ৬৬ টন সোনা ক্রয় করেছিল। আরবিআইয়ের এই ক্রয়নীতি শুধু দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাই বাড়াবে না, আন্তর্জাতিক লেনদেন ও বৈদেশিক ঋণের ঝুঁকিও কমাবে।
শুধু দেশ হিসাবে নয়, ভারতের এই সঞ্চিত স্বর্ণভান্ডার ভারতের নাগরিকদেরও একটা স্থিতিশীলতা দেবে। তবে মনে করা হচ্ছে, ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা ভারতীয়দের মধ্যে সোনার প্রতি চাহিদা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। অনেকেই সোনায় বিনিয়োগ করছেন আগামীতে দাম বেড়ে যাওয়ার আশঙ্কায়। কেউ বা আবার অপেক্ষা করছেন বাজারে সোনার দাম কবে স্থিতিশীল হবে তার জন্য। এই মুহূর্তে সোনার দাম ৪ শতাংশ বেড়ে হয়েছে প্রতি ১০ গ্রাম ৯৬,৫৩৫ টাকা, যা আগের সপ্তাহের থেকে ৩৮৩৫ টাকা বেশি। আমেরিকার আরোপিত শুল্কনীতি বিশ্ববাজারে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে যার ফলে সোনার বাজারে দাম কখনও কমছে কখনও বাড়ছে। ফলে এই অবস্থায় দীর্ঘমেয়াদি লাভের কথা চিন্তা করে সোনায় বিনিয়োগ করাটা বেশ লাভজনক বলেই মনে করা হচ্ছে।