মাষ্টার বিট্টু থেকে অভি ওরফে অভিমুন্য। সমাজের একের পর এক অন্যায় – অবিচার – অব্যবস্থার বিরুদ্ধে বহুরূপে রুখে দাঁড়ায় অভিমন্যু। কাঁচা পাকা দাঁড়ি, গোঁফ, মুখ ভর্তি বলিরেখা নিয়ে এবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আসছে অভিমন্যু।
জুলেখা নাসরিন, নিজস্ব সংবাদদাতা- সম্প্রতি সামনে এসেছে বাংলা ছবি ‘ বহুরূপ ” এর পোস্টার। নিজের সমাজ মাধ্যমে সেই পোস্টারের ছবি দিয়ে অভিনেতা লিখেছেন, বার্ধক্য শুধু মুখে, গল্পটা চোখে লুকোনো…. সামনে কি অপেক্ষা করছে? সারারণের কাছে একজন অভিনেতার জীবন আপাতদৃষ্টিতে মনে হয় রঙিন, মসৃণ, ঝা চকচকে। শুধুই লাইট – ক্যামেরা – অ্যাকশন আর আনন্দ সেখানে। কিন্তু বাস্তবে কি তাই ? একজন অভিনেতার জীবনের গল্প, চড়াই – উতরাই তুলে ধরবে বহুরূপী।
এই ছবিতে সাতটা ভিন্ন রূপে দেখা যাবে সোহম ওরফে অভিমূন্যকে। কখনও বা মাদারি রূপে, কখনও বা ছৌ শিল্পীরূপে আবার কখনও বা একজন বৃদ্ধ রূপে পর্দায় ধরা দেবেন অভিনেতা। এই ছবিতে সোহমের বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে। এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, ভরত কল, দেবলীনা দত্ত। রহস্যে ভরা ছবিটি পরিচালনা করেছেন আকাশ মালাকার। মেকআপের গুরু দায়িত্ব সামলেছেন সোমনাথ কুন্ডু। এস বি ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট এবং রুক্মিণী ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট ছবিটি প্রযোজনা করেছে। ছবির পোস্টার যে ভাবে সাড়া ফেলেছে তাতে করে ছবির সাফল্য নিয়েও আশাবাদী অভিনেতা।