অল্পের জন্য রেহাই পেল ডাউন বনগাঁ লোকাল। দমদম জংশনে ৪ নম্বর প্লাটফর্মে ঢোকার সময় ট্রেনের চাকা লাইন চ্যুত হয়। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে হতাহতের কোনও খবর নেই।
নাজিয়া রহমান, সাংবাদিক- ফের লাইন চ্যুত ট্রেনের চাকা। বড়সড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন বনগাঁ লোকাল। রেল সূত্রে খবর, বুধবার বেলা ১২টা বেজে ১১মিনিট নাগাদ দমদম জংশন স্টেশনের চার নম্বর প্লাটফর্মে ঢোকার সময় হঠাৎ বিকট শব্দ হয়।তারপর ট্রেন থেমে যায়। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। অনেকেই ট্রেন থেকে লাফিয়ে নামেন। তবে দূর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
বেলা ১২টা বেজে ১১ মিনিটে দমদম স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে ডাউন বনগাঁ লোকাল পৌঁছায় তখন বিকট শব্দে ট্রপন থেমে যায়। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। দেখা যায় ট্রেনের শেষ কামরার দুটি চাকা লাইন থেকে নেমে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনার কিছুক্ষণের মধ্যে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান। দ্রুত শুরু হয় ট্রেনটির লাইনচ্যুত চাকা তোলার কাজ। আতঙ্কিত যাত্রীদের শান্ত করতে যাত্রীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। কিন্তু কীভাবে হল এই দুর্ঘটনা? বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনার ফলে সাময়িক বন্ধ রাখা হয় চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল । তবে চার নম্বরে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল অব্যাহত ছিল ১,২,৩ ও ৫ নম্বর প্লাটফর্মে। যাত্রীদের ট্রেন পেতে তেমন সমস্যা হয়নি বলেই জানিয়েছেন রেল আধিকারিকেরা।