ভারতের মাটিতে যেন অ্যাপেল কোম্পানি তাদের আইফোনের কারখানা তৈরি না করে। চিন বা পাকিস্তান নয়, কোম্পানির প্রধানকে সরাসরি এমন কড়া কথাই শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- মার্কিন চিন কর যুদ্ধের ফলে আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপেল তাদের চিনের কারখানা সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিবর্ত দেশ হিসাবে ভারতকেই বেশি পছন্দ অ্যাপেল কোম্পানির। ভারতের মাটিতেই তৈরি হতে চলেছে আইফোনের বৃহৎ কারখানা যেখানে আইফোন অ্যাসেম্বল করা হবে। এই অ্যাসেম্বেল করা ফোন বিক্রি হবে আমেরিকায়। আর এই খবরেই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সাফ কথা, ভারতের কারখানায় আইফোন তৈরি করে আমেরিকায় বিক্রি করার যে সিদ্ধান্ত অ্যাপেল সংস্থা নিয়েছে, তিনি তার বিরোধীতা করছেন।
বৃহস্পতিবার তাঁর কাতার সফরের মাঝেই ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি অ্যাপেলের সিইও টিম কুকের সঙ্গে কাল কথা বলেছি। আমি তাঁকে জানিয়েছি যে, “আপনারা (অ্যাপেল সংস্থা) সারা ভারত জুড়ে কারখানা তৈরি করছেন। আমি চাই না আপনারা ভারতে এত কারখানা তৈরি করুন।” আসলে অ্যাপেল সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে ২০২৬ সালে আমেরিকায় যত আইফোন বিক্রি হবে তার অধিকাংশই তারা ভারতের মাটিতে তৈরি করবে। ফলে ভারত থেকে আমদানি করা ফোন আমেরিকায় বিক্রি করা হবে। এটাই মানতে চাইছে না আদতে ব্যবসায়ী এই মার্কিন প্রেসিডেন্ট।