চক্রযুদ্ধ ঘোষ, সাংবাদিক- দেখা যাবেনা হেরা ফেরি তে বাবুরাও কা স্টাইল!! বাদ পড়লেন স্বয়ং পরেশ রাওয়াল। ওনার সাথে পরিচালক প্রিয়দর্শনের শ্রীজনশীলতার পার্থক্যের জন্যে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল।
ফিল্মে রাজুর চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমার কে ও শ্যামের চরিত্রে দেখা যাবে সুনীল শেটটি কে, কিন্তু বাবুরাও-এর চরিত্রে থাকবে না পরেশ রাওয়াল।
তার বাবুরাও-এর চরিত্রটি এতটাই জনপ্রিয় যে দর্শকের মনে তার বলা সংলাপ গুলি আজও meme lovers দের মুখস্ত। তাকে বাদ দিয়ে ফিল্ম করলে এই ছবিটি ফ্লপ ও হতে পারে, এটাই আশঙ্কা করছে নেটিজেন মহল। অক্ষয় কুমারের শেষ কিছু ফিল্ম বক্স অফিসে চলেনি, এবং সুনীল শেটটির অনেকদিন পর একটা কমার্শিয়াল ফিল্ম আসছে, তাই তার বক্স অফিস পুল নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েই গেছে।
এখন শুধু সময় বলবে যে ‘হেরা ফেরি’ এবং ‘ফির হেরা ফেরি’-র মতন হেরা ফেরি ৩-র বক্স অফিসও দুর্দান্ত হবে, নাকি পরেশ রাওয়ালের অনুপস্থিতি ফিল্ম টিকে দর্শকের থেকে দূরে নিয়ে যায়, আর দর্শক এই ফিল্মটির থেকে মুখ সরিয়ে নেয়।