‘অপারেশন সিঁদুর’ এর সাফল্য ও বিশ্বের মানচিত্রে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার জন্য ভারত যে বিশেষ প্রতিনিধিদল পাঠাচ্ছে, অবশেষে কেন্দ্রের পাঠানো সেই সর্বদলীয় প্রতিনিধিদলে যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রথমে অবশ্য ঠিক হয়েছিলো এই দলে তৃণমূলের কোনো সদস্য থাকবেন না। তবে শেষ পর্যন্ত কেন্দ্রিয় মন্ত্রীর ফোনে চিঁড়ে ভিজেছে বলেই মনে করা হচ্ছে।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- সোমবার শিলিগুড়ি যাওয়ার পথে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্র যে মাল্টি পার্টি ডেলিগেশন পাঠানোর কথা বলছে সেই বিষয়ে তাঁর দলের সঙ্গে কেউ যোগাযোগ করে নি। যোগাযোগ করলে তাঁরা নিশ্চয়ই প্রতিনিধি পাঠাতেন।
সোমবারই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন দলের (তৃণমূল কংগ্রেসের) কোনো মত না নিয়ে বিজেপি ও কেন্দ্র নিজেদের মতো করে প্রতিনিধির নাম ঠিক করে নিয়েছে। এটা একটি রাজনৈতিক দলকে অপমান করার সমান। কোন দলের পক্ষ থেকে কে যাবে সেটা সেই দলেরই ঠিক করার কথা। এই বিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে সেই দলের কাছে নাম চাওয়া উচিৎ ছিলো। এক্ষেত্রে সেটা হয় নি, তাই তাঁরা (তৃণমূল কংগ্রেস) এই প্রতিনিধিদলে কাউকে পাঠাচ্ছে না। তবে একথা বলার পাশাপাশি দিল্লিতে গিয়ে অভিষেক এটাও বলেছিলেন যে কেন্দ্র সরকার যদি এখনও যোগাযোগ করে, প্রতিনিধি পাঠানোর কথা বলে তাহলে এক ঘন্টার মধ্যে দল সেই নাম জানিয়ে দেবে। মঙ্গলবার সেই নাম জানা গেল। এটাও জানা গেল যে কেন্দ্র সরকার নিজেরা যে ইউসুফ পাঠানের নাম ঠিক করেছিলো, তৃণমূল কংগ্রেস সেই নাম বাতিল করে দলের প্রতিনিধি হিসাবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের নাম পাঠিয়েছে।
সূত্রের খবর, কেন্দ্রিয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু নিজে ফোন করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। সেই ফোনেই জল গড়ায়। মুখ্যমন্ত্রীও জানিয়ে দেন এই প্রতিনিধিদলে তৃণমূলের হয়ে সদস্য হিসাবে যাবেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে এই আন্তর্জাতিক সফরে মূলতঃ ৩০ টি দেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতটা গ্রুপে ভাগ করে সাংসদদের এই প্রতিনিধিদল যে যে দেশে যাবেন সেই দেশগুলো হলো, সৌদি আরব, আলজেরিয়া, বাহরিন, কুয়েত, ব্রাজিল, ইউকে, ফ্রান্স, ইটালি, জার্মানি, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, গায়ানা, পানামা, সাউথ কোরিয়া, কঙ্গো, লাইবেরিয়া, সিঙ্গাপুর, জাপান, স্লোভেনিয়া, ইথিওপিয়া, লাটভিয়া, গ্রিস, রাশিয়া, ইজিপ্ট, কাতার, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা প্রভৃতি।