আপনি অটল পেনশন যোজনায় বিনিয়োগ করেছেন কি? আপনি যা পেনশন পান তার থেকে পেনশনের মূল্য বাড়াতে চাইলে এই খবরটি আপনার জন্য। আমরা আপনাকে বলব কীভাবে আপনি এই প্রকল্পে পেনশনের পরিমাণ আপগ্রেড বা বৃদ্ধি করতে পারেন।
শুভাশিস মণ্ডল : যদি আপনি বৃদ্ধ বয়সে অর্থের চিন্তা করতে না চান, তাহলে কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনা আপনার জন্য একটি উপযুক্ত স্কিম। এই যোজনায় অল্প পরিমাণে অর্থ জমা করে, আপনি ৬০ বছর পর প্রতি মাসে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন।
আপনাকে প্রথমেই জানাব অটল পেনশন যোজনা কী? অটল পেনশন যোজনা হল সরকার পরিচালিত একটি পেনশন যোজনা। এটি বিশেষ করে যারা বেসরকারি বা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য উপকারী। উদাহরণ হিসাবে বলা যায়, এই যোজনাটি শ্রমিক, গৃহকর্মী, ড্রাইভার, হকার—ইত্যাদি শ্রেণির জন্য সবচেয়ে ভালো যোজনা। আপনি ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে এই যোজনায় আবেদন করতে পারেন।
এই যোজনায় আপনি প্রতি মাসে, প্রতি তিন মাস অন্তর অথবা প্রতি ছয় মাস অন্তর আপনার পছন্দের মাসিক পেনশন অনুযায়ী টাকা জমা করতে পারেন। আবেদনকারীর বয়স ৬০ বছর হলে তিনি এই যোজনার আওতায় মাসিক পেনশন পেতে শুরু করবেন।
অটল যোজনায় পেনশনের পরিমাণ বাড়াতে আপগ্রেড করবেন কীভাবে? আপনি যদি বিনিয়োগের সময় ২ হাজার টাকার পেনশন নির্বাচন করে থাকেন, তাহলে এখনও আপনার কাছে সুযোগ আছে ৫ হাজার টাকার মাসিক পেনশনের বিকল্প বেছে নেওয়ার। অটল পেনশন যোজনার নিয়ম অনুযায়ী, আবেদনকারী প্রতি বছর একবার তাঁর পেনশনের পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। এর জন্য, আবেদনকারীকে তাঁর ব্যাঙ্কে গিয়ে ফর্ম পূরণ করতে হবে।
প্রতি মাসে বিনিয়োগ না করলে কী অসুবিধায় পড়বেন বিনিয়োগকারীরা? যদি আবেদনকারী কোনও মাসেই এই প্রকল্পে বিনিয়োগ করতে না পারেন, তাহলে তাঁর আতঙ্কিত হওয়ার দরকার নেই। বিনিয়োগকারীরা পরের মাসে টাকা জমা দিতে পারবেন। তবে এর জন্য তাঁকে কিছু ফাইন দিতে হবে। জেনে রাখা ভাল, দীর্ঘ সময় ধরে টাকা জমা না দিলেও আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে না।
অটল পেনশন যোজনায় কত টাকা জমা হয়েছে কীভাবে জানবেন? এই প্রশ্ন বহু বিনিয়োগকারীই করে থাকেন। এর জন্য কেন্দ্রীয় সরকারের তরফে আবেদনকারীর রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠিয়ে দেওয়া হয়, যেখান থেকে জানা যায় কত টাকা জমা হয়েছে নির্দিষ্ট যোজনায়। এছাড়াও, অ্যাকাউন্টটি চালু আছে কিনা তারও আপডেটও আসে রেজিস্ট্রার্ড মোবাইলে। এছাড়াও আবেদনকারীরা APY (Atal Pension Yojana) মোবাইল অ্যাপ থেকে সমস্ত তথ্য ও বিবরণ দেখতে পারবেন। এমনকী আবেদনকারী প্রতি বছর ডাকযোগেও একটি বিবৃতি পাবেন।