ফেডারেশন বনাম ডিরেক্টরস গিল্ড দ্বন্দ্বে টেকনিশিয়ানদের বিরুদ্ধে একাধিক অসহযোগিতার অভিযোগ। মামলাকারীদের আইনজীবী জানান তাদেরকে মেসেজ পাঠিয়ে জানানো হচ্ছে ,আদালতের নির্দেশ মানার দরকার নেই।
মৌসুমী সাহা, সাংবাদিক- গত জুলাই মাসে রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিংকে কেন্দ্র করে উত্তাল হয় টলিউড। কলাকৌশলীদের সংগঠন এবং প্রযোজক, পরিচালক ,অভিনেতাদের কিছু অংশের মধ্যে মতবিরোধ চরমে পৌঁছয়ে শুটিং বন্ধ হয়ে স্তব্ধ হয়ে যায় টলি পাড়া দফায় দফায় মিটিং হলেও সমস্যার সমাধান হয়নি। চাপা উত্তেজনা সত্ত্বেও কাজ চলছিল ।পরে ফের ফেব্রুয়ারিতে তোলপাড় হয় স্টুডিও পাড়া, কলা কুশলীরা হাইকোর্টের দ্বারস্থ হন। কৌশিক গঙ্গোপাধ্যায় ,জয়দীপ মুখোপাধ্যায় ,শ্রীজিৎ রায় ,সুদেষ্ণা রায় অনির্বাণ ভট্টাচার্য ,সহ পরমব্রত চট্টোপাধ্যায় তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ তোলেন । এমনকি মামলা করেন তারা।
মামলার শুনানিতে প্রধান বিচারপতি অমৃতা সিনহা জানান ,কারো কাজের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, জীবিকা বা ব্যবসায় বাধা দেওয়া যাবে না ।এমনকি প্রয়োজনে পুলিশের হস্তক্ষেপের ও নির্দেশ দেন প্রধান বিচারপতি। এরপর প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? যাদের উপর অন্যায় হচ্ছে এমনকি যে সমস্ত পরিচালক অভিনেতাদের বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিভাবে কাজ করবেন তারা?
ফেডারেশন বনাম ডিরেক্টরস গিল্ড দ্বন্দ্বে টেকনিশিয়ানদের বিরুদ্ধে একাধিক অসহযোগিতার অভিযোগ। মামলাকারীদের আইনজীবী জানান তাদেরকে মেসেজ পাঠিয়ে জানানো হচ্ছে ,আদালতের নির্দেশ মানার দরকার নেই। এরপর বিচারপতি অমৃতা সিনহা তথ্য সংস্কৃতি সচিব কে নির্দেশ দেন শুটিং যেন বন্ধ না হয় পদক্ষেপ নিতে হবে ।যদি শুটিংয়ে বাধা পান পরিচালকরা ,সচিবকে জানাবেন। ফেডারেশন বাধা দিতে পারবে না কোন কাজে। যদিও ফেডারেশন তাদের ওপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
ডিরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সম্পাদক সুদেষ্ণা রায় অবশ্য জানিয়েছেন, অভিনেতা পরিচালকদের মামলার চূড়ান্ত ফায়সালার পরবর্তী শুনানি ১৬ই জুন। টলিউড কবে ফিরবে শান্তি? কবে একটি সুন্দর পরিবেশে কাজ করতে পারবেন কলাকুশলীরা, তা নিয়ে এখন রয়েছে জোর জল্পনা।