পাক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্ত ট্রাভেল ভ্লগারের। তবে জঙ্গি যোগাযোগ এখনও পাওয়া যায়নি। পাক গোয়েন্দা সংস্থা, পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভ (PIO)-এর সঙ্গে হরিয়ানার ওই যুবতীর যোগাযোগ ছিল তবে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ বা সন্ত্রাসী কাজে যুক্ত থাকার কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে জ্যোতি মালহোত্রাকে। ৫ দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আরও ৪ দিনের পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ ইউটিউবার জ্যোতিকে। পাক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্ত ট্রাভেল ভ্লগারের। তবে জঙ্গি যোগাযোগ এখনও পাওয়া যায়নি। পাক গোয়েন্দা সংস্থা, পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভ (PIO)-এর সঙ্গে হরিয়ানার ওই যুবতীর যোগাযোগ ছিল তবে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগ বা সন্ত্রাসী কাজে যুক্ত থাকার কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ। তবে কয়েকজন পাকিস্তানি এজেন্টের সঙ্গে জেনে বুঝে তিনি যোগাযোগ রাখতেন। এমনকি সশস্ত্র বাহিনীর বিষয় কোনও ধারণা বা তাদের পরিকল্পনার বিষয় তেমন কিছু জানতেন বলে এখনও মনে হয়নি তদন্তকারীদের। কোনও জঙ্গি কার্যকলাপের সঙ্গে তিনি জড়িত থাকার প্রমাণও পায়নি পুলিশ বলে জানিয়েছেন হিসারের পুলিশ সুপার। জ্যোতির ধর্মান্তরিত হতে চাওয়ার বা কোনও পাক এজেন্টকে বিয়ে করার প্রত্যাশার কোনও নথি বা তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন এসপি শশাঙ্ক কুমার শাওয়ান।
এমনকি জ্যোতির ডায়েরিটিও পুলিশ উদ্ধার বা বাজেয়াপ্ত করেনি বলে জানিয়েছে হিসার জেলা পুলিশ। তবে জ্যোতির ৩ টি মোবাইল, একটি ল্যাপটপ ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেগুলি ফরেন্সিক পরীক্ষার পাঠানো হয়েছে। তবে হরিয়ানার ওই ইউটিউবার যে পাক চর ছিল তার ডিজিটাল প্রমাণ পেয়েছে পুলিশ। ট্রাভেল ভ্লগগুলি আসল সত্যকে ঢেকে রাখার জন্যই যে করা হত সে বিষয় নিশ্চিত পুলিশ। পাক এজেন্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। সেই প্রমাণ পেয়েছে তদন্তকারীরা। ২০২৩ সাল থেকেই পাক নাগরিকদের সঙ্গে তার যোগাযোগ। সেই বছরই প্রথম পাকিস্তানে যান তিনি। পাক হাই কমিশনের আধিকারিক এহসান দার ওরফে দানিশের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। জ্যোতির ৪ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর রয়েছে পুলিশের। পাকিস্তানের কয়েক জন গোয়েন্দা কর্তার সঙ্গেও জ্যোতির পরিচয় ছিল তবে কার কার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তা এখনও স্পষ্ট নয়।