ভূ-স্বর্গ ধীরে ধীরে ছন্দে ফেরা শুরু করলেও কোথায় সেই জঙ্গিরা! তাদের বিষয় কোনও ক্লু পর্যন্ত এখনও দিতে পারেনি সরকার। ইতিমধ্যেই পাকিস্তানের জঙ্গি মদত সংক্রান্ত বিষয় সারা বিশ্বকে বোঝাতে দেশে দেশে রওনা দিয়েছে ভারতের সংসদীয় প্রতিনিধিদল।
সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- ঠিক এক মাসের আগের দুপুরে পহেলগাঁওয়ে ঘটে যায় নৃশংস জঙ্গি হামলা। প্রিয়জনকে হারানোর দগদগে স্মৃতি নিয়ে দিন কাটাছেন জঙ্গি হামলায় আক্রান্ত পরিবারগুলো। তবে যারা এই নারকীয় হত্যালীলা চালালো তারা এখনও অধরা। এখনও পর্যন্ত সেই তদন্তের কোনও সূত্র বা কিনারা মেলেনি। প্রাথমিকভাবে জানা যায় লস্কর-ই-তৈবা মদতপুষ্ট কাশ্মীরের জঙ্গি সংগঠন দ্যা রেসিস্ট্যান্স ফ্রন্টই দায়ী এই ঘটনায়।
দেশের মহিলাদের সিঁদুর মোছার বদলা নিতে ২২ মিনিটের অপারেশন সিঁদুর করে ভারতীয় সেনা। ধ্বংস হয় ৯টি শক্তপোক্ত জঙ্গি ঘাঁটি। বিমান ও ড্রোন হামলায় মৃত্যু হয় একাধিক জঙ্গি নেতার। পরিস্থিতি এমন জায়গায় যায় যে, পরমাণু যুদ্ধ হওয়ার দিকে চলে যায় দুই দেশ। কোথাকার জল, কোথায় গড়িয়ে গিয়েছে। ভূ-স্বর্গ ধীরে ধীরে ছন্দে ফেরা শুরু করলেও কোথায় সেই জঙ্গিরা! তাদের বিষয় কোনও ক্লু পর্যন্ত এখনও দিতে পারেনি সরকার। ইতিমধ্যেই পাকিস্তানের জঙ্গি মদত সংক্রান্ত বিষয় সারা বিশ্বকে বোঝাতে দেশে দেশে রওনা দিয়েছে ভারতের সংসদীয় প্রতিনিধিদল। সিন্ধু জলচুক্তি বন্ধ, স্থল-জল-আকাশপথ বন্ধ, বন্ধ দুই দেশের বাণিজ্য। তবুও মূল অভিযুক্তদের বিষয় অজ্ঞাত গোয়েন্দারা। এখনও চলছে সীমান্তে জঙ্গি নিকেশ। প্রশাসনের দাবি, এদের মধ্যেই রয়েছে জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেল। তবে আসল অপরাধীদের কিনারা পেতে ব্যর্থ গোয়েন্দারা। অভিযুক্তদের নাগালে পেতে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির দুঁদে আধিকারিকদের নিয়ে টিম গঠন করা হয়। কিন্তু কোথায় কি! এই এক মাসে পাক চর সন্দেহে গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। এনআইএ আধিকারিকরা তদন্ত চালাচ্ছে, পহেলগাঁওয়ের ঘটনায় প্রায় ২০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই তালিকায় রয়েছছে বহু স্থানীয় বাসিন্দা। ডিজিটাল ডেটা পরীক্ষা, যাবতীয় নথি-তথ্য সংগ্রহ সবই চলছে, যদি কোথাও কোনও সূত্র পাওয়া যায়। ৫ আততায়ীর মধ্যে ৩ জন পাকিস্তানি বলেও জানা গেছে। এতোকিছুর পরেও কোনও সূত্র পায়নি তদন্তকারীরা।
ঘটনার পর থেকে কাশ্মীরে ওত পেতে বসে আছে কেন্দ্রীয় গোয়েন্দারা। তবে পহেলগাঁওয়ে হামলার পর থেকে জঙ্গিরা অনলাইনে কোনও যোগাযোগ করছে না। ফলে তারা কোথায় তা এখনও জানা যায়নি। কূটনৈতিক লড়াই চলছে দুই দেশের, অপারেশন সিঁদুরেও ভারতের সাফল্য রয়েছে। এনিয়ে খুশি ২৬ টি স্বজনহারা পরিবার। তবে মূল অভিযুক্তরা কোথায়? উত্তর খুঁজছে তাঁরাও।