দেবস্মিতা বিশ্বাস: বলিউডের প্রথম সারির পরিচালকদের তালিকার অন্যতম নাম সুজিত সরকার। ”ভিকি ডোনার”, ”পিকু”, ”সর্দার উধাম”, ”অক্টোবর” এর মতো ক্রিটিক্যালি ও কমার্শিয়ালি জনপ্রিয় ছবি-র পর এবার রাজকুমার রাও এর সঙ্গে কমেডি ধারার ছবি তৈরী করতে চলেছেন তিনি এমনই খবর এল সামনে। গত বছর নভেম্বরে মুক্তি পায় সুজিত সরকার পরিচালিত শেষ ছবি ” আই ওয়ান্ট টু টক্ ” , যা বক্স অফিসে ভালো ফল না করলেও ছবিতে অভিষেক বচ্চনের চরিত্রটি প্রশংসা কুড়িয়েছে সকলের , পাশাপাশি ছবিটির গল্পের অভিনবত্বেও রয়েছে সুজিত সরকার স্পেশাল টাচ। তাই এবার এই খবর সামনে আসতেই রাজকুমার রাও এর মতো অভিনেতার সাথে তার হাস্যধারার ছবি কেমন হবে সেদিকে তাকিয়ে অনুরাগীরা।
সূত্রের খবর, পরিচালক ও অভিনেতা ছবির চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন ইতিমধ্যেই। তারা একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তবে এই ছবিতে শুধুমাত্র রাজকুমার নয় থাকতে চলেছেন আরও একজন অভিনেতা অর্থাৎ এই ছবিটি হতে চলেছে দুটি পুরুষ চরিত্রকে কেন্দ্র করে। এখনও পর্যন্ত আর একটি চরিত্রে কাকে দেখা যাবে সেই বিষয়টি চূড়ান্ত হয়নি। ছবিটির কাস্টিং সম্পূর্ণ হলে জানানো হবে ছবির নাম ও মুক্তির সম্ভাব্য তারিখ, এমনটাই জানা গিয়েছে। তবে ২০২৫ এর শেষের দিকে শুরু করা হবে ছবির শুটিং এমনটাই জানিয়েছেন পরিচালক। রাজকুমার রাও এর অসাধারণ কমিক টাইমিংএর সাথে সুজিত সরকারের সিনেমাটিক ব্রিলিয়ান্সের মেলবন্ধন যে মন কাড়বে দর্শকমহলের তা নিয়ে আশাবাদী সকলে।
গত ১৬ই মে মুক্তি পাওয়ার কথা ছিল রাজকুমার রাও ও ওয়ামীকা গাব্বি অভিনীত ”ভুল চুক মাফ” , যা আপাতত স্থগিত রয়েছে ওটিটি প্লাটফর্মে রিলিজের জন্য। এছাড়াও নেটফ্লিক্স এর একটি প্রজেক্ট ও কাপমা প্রোডাক্শনের একটি প্রজেক্টেও দেখা যেতে চলেছে অভিনেতাকে।