কিছুদিন আগেই নাকি শহর কলকাতার আকাশে দেখা মিলেছিল বেশ কয়েকটি ড্রোনের, তারা কোথা থেকে কিভাবে এল সেই রহস্য উদঘাটনের আগেই এবার হাসনাবাদেও দেখা গেল ড্রোন! প্রশ্ন উঠছে ঘটনার নেপথ্যে কি বাংলাদেশ!
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: শুক্রবার রাতে কাটাখাল সেতুর উপর বসেছিলেন বেশ কয়েকজন যুবক। সেই সময় বাংলাদেশ থেকে একটি ড্রোন উড়ে সীমান্ত পার হয়ে ভারতের কাটাখাল এলাকায় চলে আসে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শী যুবকরা তৎক্ষণাৎ মোবাইল বন্দি হয় সেই সব ছবি। এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। খবর যায় বিএসএফের কাছেও। ঘটনাস্থলে হাজির হয় হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পুলিশ এবং বিএসএফ জওয়ানরা তদন্ত করতে শুরু করেছে। ড্রোনগুলো কোনও নজরদারির কাজে লাগানো হয়েছিল কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
গত সোমবার রাতে কলকাতার একাধিক জায়গায় চক্কর কাটতে দেখা যায় বেশ কয়েকটি ড্রোনকে। ভিক্টোরিয়া থেকে ব্রিগেডের উপর দিয়ে এই সব ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে খবর কলকাতা পুলিশ। শুরু হয় ওই ড্রোনগুলি সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, ড্রোনগুলির বেশির ভাগই বিজয় দুর্গের (সাবেক ফোর্ট উইলিয়াম) আশপাশে উড়েছে। ফোর্ট উইলিয়াম যেহেতু সেনাদুর্গ, তাই ওই এলাকা ‘রেড জোন’ বলেই চিহ্নিত। সেখানে ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যেই হাসনাবাদের এই ড্রোন নিয়ে চিন্তা বাড়ছেই।