ওয়েব ডেক্স: ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আবারও বড় সড় পদক্ষেপ নিতে চলেছে দেশের একটি নামী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সেভিংস অ্যাকাউন্টে ন্যুনতম ব্যালেন্স বাড়িয়ে এবার ২০০০ টাকা পর্যন্ত করতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদা। তবে দেশের শুধুমাত্র বড়, ছোট ও কিছু মাঝারি শহরের ক্ষেত্রেই এই নিয়ম চালু করবে ব্যাঙ্ক অফ বরোদা। নতুন অর্থবর্ষ থেকে এই নিয়ম চালু হবে বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই দেশের এই চারটি বড় মেট্রো শহরে ন্যুনতম সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্স ৫০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হল। তবে ছোট শহরের ক্ষেত্রে ১০০০ টাকা পর্যন্ত ব্যালেন্স রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু গ্রামীণ শাখায় ন্যুনতম ব্যালেন্সের কোনও রকম হেরফের হচ্ছে না বলে জানিয়েছে তারা। শুধু তাই নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যুনতম ব্যালেন্স না থাকলে বড় শহরের ক্ষেত্রে এবার জরিমানার অঙ্কটাও বড় হতে চলেছে। বড় শহরে জরিমানা বাবদ সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত দিতে হবে। অন্যদিকে দেশের ছোট শহরগুলিতে জরিমানা দিতে হবে বড় শহরগুলির অর্ধেক মাত্র ১০০ টাকা। সম্প্রতি বিজয়া ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার সংযুক্তিকরণ করে দেশে তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার ফলেই সম্ভবত ন্যুনতম অ্যাকাউন্ট ব্যালেন্স বাড়ানোর সিদ্ধান্ত নিল ব্যাঙ্ক অফ বরোদা।