বিগত কয়েক দিন ধরেই এই আশঙ্কা ছিল। শুক্রবার সেটাই সত্যি হয়ে গেল। ইরানের পারমাণবিক কেন্দ্র করে ভয়ংকর হামলা ইজরায়েলের। যার জেরে বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। ক্ষোভের আগুনে জ্বলছে ইরান। পালটা হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি ইজরায়েলে।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকঃ শুক্রবার ইরানের ওপর যেভাবে হামলা চালিয়েছে ইজরায়েল তার দীর্ঘমেয়াদি প্রভাব থাকবে ইরানের ওপর এমনটাই মনে করা হচ্ছে। শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইজরায়েল। আকাশপথে ইরানের রাজধানী তেহরানে তো বটেই, সংলগ্ন এলাকাতেও হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। জানা গেছে এই হামলার জেরে মৃত্যু হয়েছে ইরানের দুই পরমাণু বিজ্ঞানী এবং সে দেশের সেনাবাহিনীর কমান্ডার হোসেন সালামির।
শুক্রবার সকাল থেকেই ইরানের বিরুদ্ধে ‘অপারেশন রাইসিং লায়ন’ শুরু করেছে ইজরায়েল। আকাশপথে হামলা চালানো হয়েছে ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক কেন্দ্রগুলিতে এর পাশাপাশি হামলা চালানো হয়েছে দক্ষিণ-পূর্ব তেহরান থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থিত নাতানজ্ ইউরেনিয়াম কেন্দ্রে। এটিই ইরানের বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্র। অন্তত ২০০টি মিসাইল আছড়ে পড়েছে ইরানে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তেহরানের তরফ থেকে লাগাতার পরমাণু হামলার আশঙ্কা করা হচ্ছে তাই সেটা যতদিন পর্যন্ত না নির্মূল করা যায় ততদিন চলবে এই হামলা। আপাতত আগামী কয়েক ইরানের উপর হামলা চলবে বলেই জানিয়েছেন নেতানিয়াহু। ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। তবে এই আক্রমণ আসলে সতর্কতামূলক পদক্ষেপ, এমনটাই জানিয়েছে ইজরায়েলি সেনা।
ইজরায়েলের হামলার পরেই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই একটি বিবৃতি দিয়ে ইজরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, খারাপ পরিণতির জন্য ইজরায়েল যেন প্রস্তুত থাকে। জানা গেছে যে ইজরায়েলে পাল্টা হানার পরিকল্পনা করছে তেহরান। ইরানের দিক থেকে সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে ইজরায়েল।
ইজরায়েলের ওপরে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এই পরিস্থিতিতে ইরানের বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের জন্য সতর্কবার্তা জারি করল ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। তাঁদের সতর্ক থাকতে এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরতে আবেদন জানানো হয়েছে। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডলে এক বার্তায় বলা হয়েছে, “ইরানের বর্তমান পরিস্থিতিতে ইরানে বসবাসকারী সকল ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। অপ্রয়োজনে কোথাও যাতায়াত এড়িয়ে চলুন। দূতাবাসের সোশ্যাল মিডিয়ায় নজর রাখুন। এবং স্থানীয় প্রশাসনের সুরক্ষা বিধি মেনে চলুন।”